ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

আটকে রাখা দু’টি জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবারmzamin

মিয়ানমার আরাকান আর্মি আটকের চারদিন পর পণ্যবাহী তিনটি জাহাজের মধ্যে দুইটি জাহাজ ছেড়ে দিয়েছে। জাহাজ দু’টি সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ স্থলবন্দর জেটি ঘাটে নোঙর করেছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ স্থলবন্দরের ম্যানেজার সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, মিয়ানমার থেকে পণ্যবাহী তিনটি জাহাজ টেকনাফ স্থলবন্দরে উদ্দেশ্যে আসার পথে আটকে রাখে মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মি। তারা মালামালের কাগজপত্র যাচাই-বাছাই করার কথা বলে? জাহাজ তিনটি তাদের হেফাজতে রেখে দেয়। সোমবার দুপুরে দু’টি জাহাজ বন্দরের জেটি ঘাটে নোঙর করে।
জানা যায়, আরাকান আর্মির হেফাজতে থাকা পণ্যবাহী জাহাজে মালামাল রয়েছে ৫৬ হাজার বস্তা সুপারি, আচার, শুঁটকি, কসমেটিক্‌স, কফিসহ অন্যান্য পণ্য। পণ্যের আমদানিকারকরা হলেন, ওমর ফারুক, শওকত আলী, এহতেশামুল হক বাহাদুর, ছিদ্দিক, সাদ্দাম হোসেন, এমএ হাশেম, ওমর ওয়াহেদ প্রমুখ।
টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, গত ৪দিন পর মিয়ানমার আরাকান আর্মির হেফাজতে থাকা তিনটি পণ্যবাহী জাহাজের মধ্যে দুইটি জাহাজ সোমবার দুপুরে টেকনাফ স্থলবন্দর জেটিতে নোঙর করে।
উল্লেখ্য, ওই জাহাজগুলো বিভিন্ন পণ্য নিয়ে ১২ই জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরে উদ্দেশ্যে রওনা করেছিল। আসার পথে গত ১৬ই জানুয়ারি সকালে মিয়ানমার মংডু শহরের হাইয়ন খালী নামক এলাকা বরাবর নাফ নদে পণ্যবাহী তিনটি জাহাজ আটকে রাখে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status