ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ধর্ম অবমাননার দায়ে ইরানে সঙ্গীতশিল্পীর মৃত্যুদণ্ড

মানবজমিন ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৭:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০৬ অপরাহ্ন

mzamin

মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে ইরানের সুপরিচিত সঙ্গীত তারকা আমির হোসেন মগসৌদলুকে। ধর্মঅবমাননার অভিযোগে তাকে এ সাজা দেয় ইরানের সুপ্রিম কোর্ট। অভিযোগ আছে, মহানবী হযরত মুহাম্মদ (স:)-কে নিয়ে কটুক্তি করেন ওই সঙ্গীততারকা। এর পরিপ্রেক্ষিতে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইরানের সংবাদপত্র ইতেমাদকে উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে এর আগে পাঁচ বছরের সাজা দেয়া হয় তাকে। তবে এ রায়ের বিরুদ্ধে আপত্তি জানান প্রসিকিউটররা। এরপর মামলাটি পুনরায় চালু করা হয়। এবার আদালতের পক্ষ থেকে মৃত্যুদণ্ডের সাজা দেয়া হয় ওই র‌্যাপারকে। তবে আদালতের এই রায় চূড়ান্ত না। এর বিপক্ষে এখনও আপিল করা যাবে। এর আগে পতিতাবৃত্তি ও বিভিন্ন অপপ্রচারের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয় ওই সঙ্গীততারকাকে। ২০১৮ সাল থেকে তুরস্কের ইস্তানবুলে বসবাস শুরু করেন ৩৭ বছর বয়সী ওই সঙ্গীততারকা। তিনি অবস্থান নেন আন্ডারগ্রাউন্ডে। ২০২৩ সালে তাকে ইরানের কাছে হস্তান্তর করে তুরস্কের পুলিশ। তখন থেকে ইরানে হাজতবাস করছিলেন তিনি। উল্লেখ্য, ২০১৭ সালে অতি রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে টেলিভিশনে বৈঠকে বসেন তিনি। সেখানে অদ্ভুত ও বিশ্রী রকমের আচরণ করেন ওই র‌্যাপার। ২০১৫ সালে ইরানের নিউক্লিয়ার কর্মসূচী সমর্থন করে একটি গান প্রকাশ করেন। অবশ্য ডনাল্ড ট্রাম্পের ক্ষমতার প্রথম মেয়াদে ২০১৮ সালে ওই কর্মসূচী বিষয়ক চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। ফলে পরবর্তীতে ইরানও বেরিয়ে আসে চুক্তি থেকে। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট/ আবারো ঢাকা-দিল্লি কূটনৈতিক উত্তেজনা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status