অনলাইন
মেডিকেল ভর্তি পরীক্ষা
কোটাধারীদের সনদ যাচাইয়ের সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৩ পূর্বাহ্ন

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কোটাধারী পরীক্ষার্থীদের সনদ যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তাদের সনদ আগামী ২৭, ২৮ ও ২৯শে জানুয়ারি যাচাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. রুবীনা ইয়াসমিন। তিনি বলেন, কেবলমাত্র মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানরা কোটায় ভর্তির সুযোগ পাবেন। মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা বাদ পড়ে যাবেন। মুক্তিযোদ্ধা কোটায় চান্স প্রাপ্তদের তথ্য যাচাই করা হবে।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা কোটায় শূন্য হওয়া আসনে মেধাতালিকা থেকে পূরণ করা হবে।
উল্লেখ্য, রোববার মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে সর্বনিম্ন নম্বর পেয়ে কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন ১৯৩। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন শিক্ষার্থীরা। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।
পাঠকের মতামত
সব ক্ষেত্র কোটার অভিশাপ মুক্ত হওয়া উচিত।
মেডিকেল ও ইন্জিনিয়ারিং পড়াতে কোন কৌটা থাকা যৌক্তিক নয়। কারণ এরা কৌটার মাধ্যমে এখানে চান্স পেলে রোগীর চিকিৎসা সঠিক হবে না ও ইন্জিনিয়ারা ভূল বিল্ডিং ডিজাইন করে দেশের খতি হবে।
কোটা নামের অভিশাপ থেকে মেধাবী শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হোক।।