বিশ্বজমিন
নারী শিক্ষার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আফগান নেতার
মানবজমিন ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

নারীদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা দিয়ে বেশ সমালোচিত আফগানিস্তানের তালেবান সরকার। তবে এবার ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সরকারের উচ্চ পর্যায়ের এক নেতা। তিনি বলেছেন, এক্ষেত্রে সরকারের অজুহাত দেয়ার কোনো সুযোগ নেই। অনলাইন সিএনএন বলছে- প্রকাশ্যে তালেবান সরকারের নীতির বিরোধীতা করল কেউ, যা একধরনের নিন্দাও বটে। নারী শিক্ষার বিরুদ্ধে তালেবান সরকারের নীতির সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক উপপ্রধান শের আব্বাস স্তানিকজাই। শনিবার দেশটির দক্ষিণ-পূর্ব খোস্ত প্রদেশে দেয়া এক বক্তৃতায় ওমন মন্তব্য করেছেন তিনি।
স্থানীয় একটি স্কুলে উপস্থিত শ্রোতাদের লক্ষ্য করে স্তানিকজাই বলেন, শিক্ষা থেকে নারীদের বঞ্চিত করার কোনো কারণ নেই। এ বিষয়ে অতীতেও কোনো যুক্তি ছিল না এখনও নেই।
প্রসঙ্গত, আফগানিস্তানে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার। গত সেপ্টেম্বরে নারীদের জন্য চিকিৎসা প্রশিক্ষণ এবং এ সংক্রান্ত কোর্সও বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে ওই নিষেধাজ্ঞার বিষয়টি এখনও নিশ্চিত করেনি তালেবান সরকার। কেননা দেশটিতে নারীদের জন্য নারী চিকিৎসক বাধ্যতামূলক করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক ভিডিওতে স্তানিকজাই বলেছেন, ‘আমরা আবারও সরকারের প্রতি নারীদের জন্য শিক্ষার দরজা খুলে দেয়ার আহ্বান জানাচ্ছি।’
এক্সে তিনি আরও বলেন, ‘আমরা ৪ কোটি জনসংখ্যার প্রায় অর্ধেক ২ কোটি নারীদের ওপর অবিচার করছি, তাদের সকল অধিকার থেকে বঞ্চিত করছি।’
নারীদের শিক্ষা থেকে দূরে রাখা ইসলামী বিধান নয় বলেও জোর প্রতিবাদ জানিয়েছেন তিনি।
আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের আলোচনায় প্রধান ভূমিকা পালন করেছিলেন স্তানিকজাই। তিনি এবারই প্রথম নারী শিক্ষার পক্ষে বক্তব্য দিয়েছেন বিষয়টি এমন নয়। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানে নারী শিক্ষার পক্ষে জোরালো মন্তব্য করেছিলেন স্তানিকজাই। তবে সরাসরি সরকারের উচ্চ পর্যায়ের নেতা হিবতুল্লাহ আখুন্দজাদার কাছে এবারই প্রথম এমন আহ্বান জানালেন কেউ।
পাঠকের মতামত
আল্লাহপাক এই গর্দভদের একটু বুদ্ধি দেন