অনলাইন
আবারও রিমান্ডে সালমান-আনিসুল-ইনু-মেনন ও মামুন
অনলাইন ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ী থানায় পৃথক দু’টি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ দিনের মঞ্জুর করা হয়েছে।
সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। এর আগে সকাল ৯টার দিকে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এখন পর্যন্ত সালমান এফ রহমানের ৯ মামলায় ৫৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে বিভিন্ন মামলায় তার ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এখন পর্যন্ত রাশেদ খান মেননের ৩১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর বাইরে ইনুর ৩৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
যাত্রাবাড়ী থানায় করা জিসান হত্যা মামলায় আনিসুল, সালমান, মেনন, ইনু ও মামুনকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে সাংবাদিক মেহেদী হাসান হত্যা মামলায় আনিসুল, মেনন ও ইনুর ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ।
অপর দিকে আনিসুলসহ অন্যদের আইনজীবীরা রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত আনিসুল, মেনন ও ইনুর পৃথক দু’টি হত্যা মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে একটি হত্যা মামলায় সালমান ও মামুনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগসট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর ২২ আগস্ট গ্রেপ্তার হন রাশেদ খান মেনন এবং ২৬ আগস্ট গ্রেপ্তার হন ইনু। আর ৩ সেপ্টেম্বর চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হন।