ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

দলিত কিশোরকে মারধরের পর গায়ে মূত্রত্যাগের অভিযোগ তামিলনাড়ুতে

মানবজমিন ডিজিটাল

(৪ সপ্তাহ আগে) ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

mzamin

বছর সতেরোর এক দলিত কিশোরের সাথে অমানবিক আচরণের অভিযোগ উঠলো ভারতের তামিলনাড়ু রাজ্যে। মারধরের পর ওই কিশোরের গায়ে মূত্রত্যাগও করা হয়েছে বলে অভিযোগ। কিশোরের দাবি, ঘটনার সময় সেখানে ছ’বছরের এক নাবালক দাঁড়িয়ে ছিল। নাবালকের সামনেই তার গায়ে মূত্রত্যাগ করা হয়েছে। ওই দলিত কিশোরের অভিযোগ, এর আগেও তার উপর বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়েছে। 

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, তাকে গ্রামও ছাড়তে হয়েছিল। অত্যাচারের ভয়ে তামিলনাড়ু ছেড়ে কেরলে গিয়ে থাকতে শুরু করে ওই কিশোর। সম্প্রতি পোঙ্গল (ক্ষেত থেকে ফসল কাটার উৎসব)-এর জন্য তামিলনাড়ুর বাড়িতে ফেরে সে। বাড়ি ফেরার পর চুপচাপ নিজেকে আড়াল করেই রাখছিল কিশোর। কিন্তু এর মধ্যেও অভিযুক্তেরা তার বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। তাকে টেনে নিয়ে যাওয়া হয় গ্রামের একটি নিরিবিলি জায়গায়।

ওই ঘটনায় তফসিলি জাতি এবং জনজাতির উপর অত্যাচার দমন আইনের আওতায় মামলা রুজু করেছে পুলিশ। ছ’জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মাদুরাই গ্রামীণ পুলিশ জেলার একটি দল অভিযোগের তদন্ত চালাচ্ছে

মাদুরাইয়ের পুলিশ সুপার বিকে অরবিন্দ রবিবার জানান, ঘটনার তদন্ত চলছে এবং মামলাও রুজু করা হয়েছে। কড়া পদক্ষেপের কথাও বলেছেন তিনি। কিশোর তার গায়ে মূত্রত্যাগের অভিযোগ তুললেও সেই অভিযোগকে মান্যতা দেয়নি পুলিশ। পুলিশের দাবি, এ বিষয়ে কিছু ভ্রান্ত খবর ছড়িয়ে পড়ছে।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

পাঠকের মতামত

এসব অসভ্য, বর্বরতা নতুন নয়, অতীত যুগ থেকেই দলিতদের সাথে এরা এমন বর্বরতা চালিয়ে আসছে।

মোঃ সাইফুল ইসলাম
২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৩:৩৪ অপরাহ্ন

ভারতের বর্তমান ফ্যাসিস্ট সরকার দেশের মানুষকে একেবারে নিম্ন পর্যায়ের নিয়ে গেছে।

Khokon
২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ২:৪২ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ফারুক খানের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস/ শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না

ছাত্রদের নতুন দল / সদস্য সচিব পদ নিয়ে টানাপোড়েন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status