বিনোদন
‘গোলাপ’ হয়ে আসছেন নিরব
স্টাফ রিপোর্টার
২০ জানুয়ারি ২০২৫, সোমবার
অনেকটা সময় পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব। সিনেমার নাম ‘গোলাপ’। এটি পরিচালনা করছেন সামসুল হুদা। নির্মাতার এটিই প্রথম সিনেমা। ছবিতে নিরবের চরিত্রের নামই ‘গোলাপ’। সম্প্রতি ছবিটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে একেবারে অ্যাকশন লুকে ধরা দিয়েছেন নিরব। তবে ছবির নায়িকা এখনো ঠিক হয়নি। থ্রিলার-অ্যাকশন ঘরানার এ ছবিটির কাজ আগামী ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে বলে জানালেন পরিচালক। সামসুল হুদা বলেন, যেহেতু আমার প্রথম সিনেমা, তাই বেশ যত্ন নিয়ে করতে চাই। নিরব বেশ পরিশ্রমী একজন অভিনেতা, এ ছবিতে চেষ্টা করবো তাকে একেবারে নতুন লুকে হাজির করার। আর নায়িকা নির্বাচনটা আমরা আগামী সপ্তাহে আশা করছি করবো। ছবির জন্য তিনটি গানও তৈরি করেছি। আশা করছি, খুব ভালো কিছুই হবে। নিরব বলেন, ‘গোলাপ’র গল্প, নির্মাণ পরিকল্পনা সবই অন্য রকম। আমার বিশ্বাস ভালো একটি কাজ হতে চলেছে। এদিকে নিরবের আরও দু’টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবি দু’টি হলো- ‘কয়লা’ এবং ‘স্পর্শ’।