বাংলারজমিন
সিলেটের রিজেন্ট পার্কে অসামাজিকতা ৮ জুটি আটক
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২০ জানুয়ারি ২০২৫, সোমবারসিলেট শহরতলীর রিজেন্ট পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আট জুটিকে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃতরা সিলেটের বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুর এবং মৌলভীবাজার জেলার। এলাকার লোকজন জানান, রিজেন্ট পার্কে শুরু থেকেই অসামাজিক কার্যকলাপ সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও প্রেমিক-প্রেমিকারা এসব কক্ষ ভাড়া নিয়ে নিরাপদে অসামাজিক কার্যকলাপ করেন। এ সুযোগে পার্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন। রোববার দিন-দুপুরে অন্তত ১৬ ছেলে-মেয়ে কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কাজ চালাতে থাকেন। খবর পেয়ে বেলা ২টার দিকে স্থানীয়রা এসে পার্কে হানা দিয়ে তাদের কক্ষের ভেতরে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোগলাবাজার থানা পুলিশ। তবে স্থানীয় মুরুব্বিরা এসব ছেলে-মেয়েদের অভিভাবকদের খবর দিয়ে বিয়ের বন্দোবস্ত করছেন বলে পুলিশ জানিয়েছে। মোগলাবাজার থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থলে এসেছে। এলাকার মুরুব্বিরা তাদের অভিভাবকদের খবর দিয়েছেন। তারা এলে সিদ্ধান্ত হবে। তবে আটককৃতদের কয়েকজনকে বিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।