বিনোদন
‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন শ্রদ্ধা মিশ্রা
বিনোদন ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৪:২৭ অপরাহ্ন

ভারতীয় টেলিভিশন চ্যানেলের গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা-২০২৪’ বিজয়ী হয়েছেন মুম্বইয়ের শ্রদ্ধা মিশ্রা। শনিবার (১৮ জানুয়ারি) রাতে এ আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও ১০ লাখ রুপির চেক। চূড়ান্ত পর্বে ছয়জন লড়াই করেন। তারা হলেন— শ্রদ্ধা মিশ্রা, শুভশ্রী দেবনাথ, উজ্জ্বল মতিরাম গজভার, বিদিশা হাতিমুরিয়া, পার্বতী মীনাক্ষী এবং মহর্ষি। এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন শুভশ্রী দেবনাথ, তৃতীয় অবস্থানে রয়েছেন উজ্জ্বল মতিরাম গজভর। বিজয়ের পর শ্রদ্ধা মিশ্রা বলেন, এটা আমার কাছে স্বপ্নের মতো। ‘সারেগামাপা’র সঙ্গে জড়িত সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রথম একক (ওজি) ‘ধোকেবাজি’ রেকর্ড করার মুহূর্তটি ছিল একটি মাইলফলক। এটি রচনা করেন সচীন-জিগার। এ কাজটি করে যে প্রশংসা ও ভালোবাসা পেয়েছে, তা আমাকে অভিভূত করেছে। এবারের গ্র্যান্ড ফিনালে বিচারকের আসনে ছিলেন— সচেত-পরম্পরা, গুরু রান্ধাওয়া, সচীন-জিগার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপুল রায়, সালমান আলী।