ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

কলমের খোঁচায় ‘বাঙালি’ জাতি বিলুপ্ত

মানবজমিন ডিজিটাল

(৩ সপ্তাহ আগে) ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

সংবিধান সংস্কার কমিশন ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি’- সংবিধানের এই ধারা বিলুপ্ত করার সুপারিশ করেছে। অর্থাৎ বাঙালিগণও বাঙালি হিসেবে আত্মপরিচয় দিতে পারবে না। জাতিকে নাগরিক পরিচয়ে বলি দেয়া যায় না, তা বিশ্বব্যাপী স্বীকৃত। বহু জাতির সমন্বয়ে একটি রাষ্ট্র হতে পারে, আবার এক জাতিরও বহু রাষ্ট্র হতে পারে। এ ছাড়া জাতিরাষ্ট্রের অস্তিত্বও আছে। সংবিধান সংস্কার কমিশন দক্ষতা ও  প্রাজ্ঞতার সঙ্গে অনেক ভালো প্রস্তাব উত্থাপন করেছে, যা অভিনন্দনযোগ্য কিন্তু একটি আত্মঘাতী প্রস্তাবনা উত্থাপন করেছে, তা হলো-  ‘বাঙালি’ জাতির অস্তিত্বকে সাংবিধানিকভাবে মুছে দেয়া। জাতিগত পরিচয়কে নাগরিক পরিচয়ে আত্মসাৎ করার কৃত্রিম উপায় উদ্ভাবন করার মাধ্যমে। বাঙালি জাতীয়তাবাদ জাতি ও ভাষাভিত্তিক জাতীয়তাবাদ। এটা পাকিস্তানিও নয়, ভারতীয়ও নয়। বাংলা ভাষা থাকবে, রাষ্ট্রের ভাষা বাংলা বাধ্যতামূলক হবে অথচ বাঙালি জাতি বা জাতীয়তাবাদ থাকবে না, এটা বাস্তবতার বিপরীত। সংগ্রাম-লড়াইয়ের মধ্যদিয়ে জাতীয়তাবাদ বিকশিত হয়, সমগ্র জনগণের মুক্তিকে ত্বরান্বিত করে। জাতীয়তাবাদ সার্বিক মুক্তির নিরন্তর লড়াই।

বিস্তারিত পড়ুন ‘জনতার চোখ’-এ। 

 

পাঠকের মতামত

আমরা নৃতাত্ত্বিক পরিচয়ে বাঙ্গালী, জাতি হিসাবে বাংলাদেশী। সংবিধান সংস্কার কমিটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

Motahar
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১:৪১ অপরাহ্ন

অবশ্যই আমরা বাংলাদেশী।

এন এম
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১২:০৪ অপরাহ্ন

সারা জীবন লিখে আসলাম জাতীয়তা বাংলাদেশি এখনো বিদেশে আসার পরে কেউ জিজ্ঞাসা করলে বলি বাংলাদেশি। এখানে বাঙ্গালি বলতে দেখিনি বা শুনিনি কাউকে ।

আন্তু
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ১১:৫৭ পূর্বাহ্ন

আমরা শুধুমাত্র বাঙালী নয়, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বাঙালী। আরবের লোকেরা আমাদেরকে জিজ্ঞাসা করে তুমি কি বাঙালী? তখন গর্ব করে জবাব দিই আমি বাংলাদেশী, সে অবাক অবাক হয়ে আবার জিজ্ঞাসা করে বাঙালী আর বাংলাদেশীর মধ্যে পার্থক্য কি? জবাব: বাংলা ভাষার মানুষ ভারতেও আছে কিন্তু ওরা বাংলাদেশী নয়। যেমন, আরবী ভাষার মানুষ কুয়েত কাতার আমিরাত বাহারাইন ইত্যাদি দেশে আছে কিন্তু ওরা কেউ সৌদি নাগরিক তথা সৌদি নয়।

শাজিদ
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৬:২৫ পূর্বাহ্ন

আমরা বাংলাদেশি

আবুবকর সিদ্দিক
২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৫:৩০ পূর্বাহ্ন

I am Bangalee, whatever is in the constitution. I do not care.

Humayun Kabir
২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬:৪২ অপরাহ্ন

বছরের পর বছর ধরে আমাদেরকে খাওয়ানো হয়েছে “'মাগো, ওরা বলে, সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো, মা, তাই কি হয়?”। এটা তার মতই একটা প্রোপাগান্ডা।

মজলুম
২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৩:২৭ অপরাহ্ন

আল-হামদুলিল্লাহ্‌

মঈনুল
২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৩:০৯ অপরাহ্ন

আমরা বাংলাদেশী

Sahid Ullah
২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৩:০০ অপরাহ্ন

অগণতান্ত্রিক সরকারের সংবিধান তৈরী করার সুযোগ নেই। আমরা সবাই বাঙালি।

জাহাংগীর
২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ১২:৪৫ অপরাহ্ন

বাংলাদেশের সবাই আমরা বাংলাদেশী I মতভেদ অমূলক I

Mubin
২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ১১:১২ পূর্বাহ্ন

আমার সব চেয়ে বড় পরিচয়- "আমি বাঙালি"।

মাসুদুর রহমান
২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৯:১৩ পূর্বাহ্ন

জনাব এম. এস. আলম এর সাথে একমত।

Mahfuzur rahman
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ১০:৪৫ অপরাহ্ন

জাতীয়তা থাকতে হবে অবশ্যই। তবে তা হবে "বাংলাদেশী"।

Harun Rashid
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ১০:৩২ অপরাহ্ন

বাঙালির স্থলে বাংলাদেশী শব্দটি ব্যবহার করা যায় কিনা বিবেচনার অনুরোধ রইলো।

দয়াল মাসুদ
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৮:৫১ অপরাহ্ন

আমি বাংলাদেশী। কলকাতার লোকজন ও নিজেদেরকে বাংগালী বলে। তাই এই সংস্কারকে সাধুবাদ জানাই।

জামাল
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৮:৪৭ অপরাহ্ন

আমি বাংলাদেশী বাঙালি।‌ নায়ক প্রসেনজিৎ ভারতীয় বাঙালি।

Andalib
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৬:৪৮ অপরাহ্ন

Alhamdullah. Excellent job done

Monirul Islam
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫:৩১ অপরাহ্ন

ব্রিটেনে চার জাতি, সবচেয়ে বড় ইংলিশ (৭৫%)বাকি রা, ওয়েলস,স্কটিশ আর আইরিশ। এখন ব্রিটিশ হিসাবে পরিচয় দিলে ইংলিশ জাতি বিলুপ্ত হয় না, এখানে আমার বাংলাদেশী/ভারতীয় বংশোদ্ভূত রা ইংলিশ এ কথা বলি তাই বলে আমরা ইংলিশ না, ব্রিটিশ। সমানভাবে বাংলাদেশি বললে বাঙালি মুছে যায় না।

নিউটন
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫:২০ অপরাহ্ন

Ami bangali

Maloy
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫:১৪ অপরাহ্ন

এম‌এস আলমের সাথে একমত পোষণ করছি

আঃ সাত্তার
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৩:৫৯ অপরাহ্ন

যারা এতোদিন বাঙ্গালী বলে পরিচয় দিয়ে দেশের সম্পদ লুটপাট করেছে তারা পালিয়ে গেছে। এখন যারা আছে তারা সবাই বাংলাদেশী, সুতরাং আর বাঙ্গালী নয় শতভাগ বাংলাদেশী পরিচয় তুলে ধরার উওম সময় এখনই ---

এমএস আলম
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৩:১৩ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status