অনলাইন
কেন আওয়ামী লীগ ও শেখ হাসিনার এমন পরিণতি
মানবজমিন ডিজিটাল
(৩ সপ্তাহ আগে) ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ২:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন
৫ই আগস্ট ২০২৪। জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। তবে দেশের একটি প্রাচীন দলের ক্ষেত্রে এমন দিন আসবে তা কেউই হয়তো আঁচ করতে পারেনি। প্রশ্ন উঠেছে- কেন এমন একটি সময়ের মুখোমুখি হতে হলো এই ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে? কেন একজন পরাক্রমশালী শাসককে ক্ষমতা ছেড়ে দেয়ার পাশাপাশি দেশ ছেড়ে যেতে হলো? কেনই বা বারবার ক্ষমতায় আসা দলটিকে বা সে দলের সব নেতাকে একসঙ্গে পালিয়ে যেতে হলো? অথবা কেন সবাই নিজেদের বাঁচানোর জন্য দিগ্বিদিক ছুটলেন- এখনো কমবেশি ঘুরে ফিরছে এমন সব জিজ্ঞাসা।
রাজনৈতিক পর্যবেক্ষকরা এ দিনটি বা এ সময়টি নিয়ে বহু বছর গবেষণা করবেন। এর সুলুক সন্ধান করবেন হয়তো। এসব প্রশ্নের সঠিক জবাব, নেপথ্যের কারণ হয়তো এখনই পুরোপুরি খোলাসা হবে না। এখন পর্যন্ত আলোচনায় যেসব কারণ উঠে আসছে, তার সূত্র ধরে হয়তো ভবিষ্যৎই সব প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ জবাব ইতিহাসে লিপিবদ্ধ করবে। আপাতত, জনমনে উঠে আসা ও রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাবনাগুলো দেখা যেতে পারে।
বিস্তারিত পড়ুন ‘জনতার চোখ’-এ।
পাঠকের মতামত
ঐতিহ্যবাহী সংঘটন আওয়ামী লীগের নেত্রী স্বৈরাচার একনায়কতন্ত্র ডিক্টেটর শাসক শেখ হাসিনা ভারত ও পুলিশ প্রশাসনের উপর অতিরিক্ত নির্ভরশীল ছিলেন বলে বাংলাদেশের জনগণের শক্তি কে কখনো তোয়াক্কা করতেন না এক কথায় অহংকার পতনের মূল।
মুলত দেশী বিদেশী ষড়যন্ত্র। এরপর অবশ্যই দুর্নীতি।
লোভে পাপ - পাপে মৃত্যু
আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তিন বার। শুধু মাত্র একবারই তারা সুন্দরভাবে ক্ষমতা ছেড়েছে, সেটা ২০০১ সালে । বাকি দুবার, ১৯৭৫ ও ২০২৪ সালে তাদের অত্যন্ত করুণভাবে ক্ষমতা ছাড়তে হয়েছে। আওয়ামী লীগের এই করুন পরিনতির মূল কারন তারা গনতন্ত্রের প্রতি কমিটেড নয়। একবার ক্ষমতায় আসলে ছলে বলে কৌশলে ক্ষমতায় টিকে থাকার এক অদম্য বাসনা তাদের পেয়ে বসে। আর এই বাসনাকে সফল করতে তারা নীতি, নৈতিকতা , মূল্যবোধকে জলাঞ্জলি দিতে একটুও কুন্ঠিত হয় না। কোন সভ্য গনতান্ত্রিক দেশে ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর মতো প্রহসন ও প্রতারণা হতে পারে না। কিন্তু আওয়ামী লীগের কাছে এটাই সহি। তাদের এই সহি কাজের জন্য সব প্রতিষ্ঠান ধ্বংস হোক আপত্তি নেই। আওয়ামী লীগের রক্ত পরিবর্তন দরকার।
মূল প্রবন্ধে আওয়ামী লীগের মূলবোধ (!) নিয়ে বিবৃত হয়েছে। শত্তরোর্ধ অশীতিপর বৃদ্ধ আর কখন মূল্যবোধ চর্চা করবেন? ওরা জন্মজন্মান্তরেও নীতিবোধ চর্চা করবে না। কাল একটা পাড়ার দায়িত্ব দিয়ে দেখন- কিভাবে পাড়ার লোকদের অসন্মান করে পাড়া ছাড়া করে?