ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

মেট্রোয় চেপে হাসপাতালে হৃদপিণ্ড, প্রাণ বাঁচালো মুমূর্ষু রোগীর

মানবজমিন ডিজিটাল

(৩ সপ্তাহ আগে) ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ১:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

mzamin

মাত্র ১৩ মিনিটে ১৩ কিলোমিটার পথ অতিক্রম করে হাসপাতালে এসে পৌঁছল হৃদযন্ত্র। আর যা নতুন জীবন এনে দিল এক মুমূর্ষু রোগীকে। মেট্রোতে গ্রিন করিডোরের এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের হায়দ্রাবাদ শহরে। সড়ক পথে গ্রিন করিডোরের চিরাচরিত রীতি ভেঙে দিয়ে এই উদাহরণ যেন নিশ্চিতভাবেই অভাবনীয় একটি পদক্ষেপ। হায়দরাবাদের এলবি নগরে খামিনেনি হাসপাতালে ব্রেন ডেথ হয়ে যাওয়া এক রোগীর হৃদপিণ্ড পাঠানোর কথা ছিল গ্লেনেগ্লেস গ্লোবাল হাসপাতালে। ওই হার্টের দাতা এক ৩৫ বছর বয়সী এক ব্যক্তি। মেট্রোয় ওই হার্ট নিয়ে যান দুজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী। কম সময়ে নিরাপদে নির্দিষ্ট জায়গায় পৌঁছতে সড়কপথের বদলে কর্তৃপক্ষ বেছে নেয় মেট্রোপথকে। সেই মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে গ্রিন করিডোর করা হয় হায়দরাবাদ মেট্রোয়। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় হৃদপিণ্ড আনা হয় মেট্রোতে। এর পর মাটির নিচ থেকে সর্বোচ্চ গতিতে গন্তব্যের দিকে ছুটে যায় পাতালরেল। এমনিতে মাঝে পড়ে ১৩টি স্টেশন। কিন্তু মাত্র ১৩ মিনিটেই ১৩ কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত গন্তব্যে পৌঁছে যায় হৃদপিণ্ড। এরপর গ্লেনেগ্লেস গ্লোবাল হাসপাতালে এই হৃদযন্ত্রের অপেক্ষায় থাকা রোগীর শরীরে তা প্রতিস্থাপন করা হয়। চিকিৎসাক্ষেত্রে প্রতিটি সেকেন্ড যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে মেট্রোর এহেন ভূমিকা যে অভিনব তা বলার অপেক্ষা রাখে না। নিখুঁত সময় মেপেই ওই হৃদপিণ্ড নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সড়কপথে এই দূরত্ব পার করতে অনেক বেশি সময় লাগত বলে দাবি কর্তৃপক্ষের। হায়দ্রাবাদে এই ঘটনা প্রথমবার নয়, এর আগে ২০২১ সালে মাত্র ৩০ মিনিটে ১৬টি স্টেশন অতিক্রম করে হৃদপিণ্ড পৌঁছে দিয়েছিল বিশেষ মেট্রো।

সূত্র : ইন্ডিয়া টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status