খেলা
শক্তিশালী বার্সেলোনাকে রুখে দিলো গেটাফে
স্পোর্টস ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ১১:২১ পূর্বাহ্ন

কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপে অনবদ্য ফুটবল প্রদর্শন করে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে ৫-২ এবং রিয়াল বেতিসকে ৫-১ গোলে হারায় স্প্যানিশ জায়ান্টরা। এবার লা লিগায় ফিরে নিজেদের মেলে ধরতে পারেনি কাতালানরা। শনিবার অপেক্ষাকৃত ছোট দল গেটাফের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে বার্সা।
গেটাফের কালেসিয়াম স্টেডিয়ামে গত ৫ বছর ধরে জয়ের মুখ দেখেনি জায়ান্টরা। সবশেষ ২০১৯ -এ এর্নেস্তো ভালভার্দের অধীনে জেতে সফরকারীরা। গোল তো দূর, এ সময়ে গেটাফের জালে বলই জড়াতে পারেনি বার্সা। তবে এদিন গোল করলেও ফিরতে হয় অধরা জয় ছাড়াই। স্বাগতিকদের গোলের দিকে ২১টি শট নেয় বার্সেলোনা, যার মধ্যে লক্ষ্যে ছিল ৫টি। বিপরীতে গেটাফে গোল অভিমুখে ১০টির মধ্যে ৪টি রাখতে পারে লক্ষ্যে।
ম্যাচের নবম মিনিটে সফরকারীদের এগিয়ে নেন ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে। বক্সের বাইরে থেকে পেদ্রির রক্ষণচেরা পাস থেকে কুন্দের প্রথম শট ঠেকালেও দ্বিতীয় শটে জাল পরাস্ত হন গোলকিপার ডেভিড সরিয়া। গেটাফের সমতায় ফেরার গোলটাও প্রায় একইরকম। ম্যাচের ৩৪তম মিনিটে সতীর্থের উড়ন্ত বল থেকে দারুণ এক ভলিতে গোলের প্রচেষ্টা চালান উইঙ্গার কোবা দা কস্তা। বার্সা গোলকিপার পেনিয়া সেই শট ফিরিয়ে দিলে তা উরগুইয়ান মিডফিল্ডার আরামাবারির পায়ে লেগে জালে জড়ায়। ১-১ ব্যবধানে বিরতিতে যায় দুদল। মাঠে ফিরে একেরপর এক আক্রমণ চালায় বার্সা। কাউন্টার দেখা যায় গেতাফের থেকেও। ম্যাচের ৮০তম মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের অসাধারণ একটি শট প্রতিহত করেন স্বাগতিক দলের গোলকিপার। এর মিনিট দুয়েক পরেই লামিন ইয়ামালের দূরপাল্লার ক্রস থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন রাফিনহা। ১-১ ব্যবধানে শেষ হয় ম্যাচ। ২০ ম্যাচ পর ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তেই রইলো হান্সি ফ্লিকের শিষ্যরা।