ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

৪ হাজার কোটি টাকায় চুক্তি নবায়ন হালান্দের

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৫, রবিবারmzamin

সময়টা মোটেই ভালো যাচ্ছে না ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। একের পর এক ব্যর্থতায় সমর্থক থেকে দলের কোচ, সবাই। এর মধ্যে সিটিজেনরা পেলো এক সুসংবাদ। প্রায় দশ বছরের দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করলো আর্লিং ব্রুট হালান্দ। প্রায় চার হাজার কোটি টাকায় ২০৩৪ পর্যন্ত সিটিতেই থাকছেন নরওয়ের এই ফরোয়ার্ড।
শুক্রবার নতুন এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে হালান্দের আগের সব রিলিজ ক্লজ বাতিল করা হয়েছে। ম্যান সিটি নিজস্ব ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০৩৪- এর গ্রীষ্ম পর্যন্ত চুক্তিটা বাড়িয়ে নিলেন হালান্দ। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ এর তথ্য অনুযায়ী, নতুন এই চুক্তিতে হালান্দের পকেটে ঢুকবে ২৬ কোটি পাউন্ড। যা কিনা বাংলাদেশি মুদ্রায় ৩৮৫৯ কোটি টাকারও বেশি। আগের চুক্তি অনুযায়ী ২০২৭-এর গ্রীষ্ম পর্যন্ত সিটিজেনদের হয়ে খেলার কথা ছিল হালান্দের। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড এতদিন প্রতি সপ্তাহে পেতেন প্রায় ৪ লাখ পাউন্ডের মতো। বেশ কিছু বড় বোনাসের কারণে যার পরিমাণ ঠেকতো প্রায় সাড়ে ৮ লাখে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো, নতুন দলবদলের মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ঘরে যাবেন হালান্দ। হয়তো দুঃসময়ে সমর্থকদের কিছুটা আশার আলো দেখাতেই পুরনো চুক্তির বছর দুই আগেই নতুন চুক্তি নিয়ে হাজির ক্লাব। চুক্তি নবায়ন প্রসঙ্গে হালান্দ বলেন, ‘নতুন চুক্তি স্বাক্ষরে আমি আনন্দিত। দুর্দান্ত এই ক্লাবে আরও বেশি সময় কাটাতে পারবো ভেবে ভালো লাগছে। ম্যান সিটি একটি বিশেষ ক্লাব, অসাধারণ সব সমর্থক ও অসাধারণ মানুষে পরিপূর্ণ। এখানে এমন এক পরিবেশের দেখা মেলে যা সবার মধ্য থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে।’ এ প্রসঙ্গে সিটির বর্তমান ডিরেক্টর জিকি বেগরিসটেন বলেন, ‘প্রত্যেকেই আর্লিংয়ের নতুন চুক্তি স্বাক্ষরে আনন্দিত। নতুন চুক্তির অর্থ হচ্ছে খেলোয়াড় হিসাবে তার প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং ক্লাবের প্রতি তার ভালোবাসার প্রমাণ। তার এখানে অবিশ্বাস্য প্রভাব রয়েছে। গোল ও রেকর্ড তার পক্ষেই কথা বলে।’ ২০২২ -এর গ্রীষ্মে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ৫১ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যান সিটিতে যোগ দেন হালান্দ। এখন পর্যন্ত সিটিজেনদের হয়ে ১২৬ ম্যাচে করেছেন ১১১ গোল ও ১৫ এসিস্ট। ২০২২-২৩ মৌসুমে তার হাত ধরেই ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ট্রেবল জেতে জায়ান্টরা।  

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status