ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

রাঙ্গামাটিতে ১৫ লাখ টাকার বিদেশি সিগারেট আটক

রাঙ্গামাটি প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার

ভারতীয় সীমান্ত থেকে শুল্কবিহীন অবৈধভাবে বিদেশি সিগারেট পাচারের সময় অন্তত ১৫ লাখ টাকার সিগারেট আটক করেছে সেনা-বিজিবির যৌথ বাহিনীর সদস্যরা। শনিবার দুপুরে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া-কাপ্তাই সড়কের বগাপাড়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন সাত বস্তা সিগারেট উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি বিজিবি সেক্টর সদরের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রতিবেদককে জানান, আমরা সেনা-বিজিবি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিগারেটগুলো উদ্ধার করি। জব্দকৃত বিদেশি সিগারেটগুলোর মধ্যে পেট্টোন ১৬ কার্টুন ও অরিস ৮ কার্টুন। বিজিবি কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত সিগারেটগুলোর বাজারমূল্য আনুমানিক প্রায় ১৫ লাখ টাকা। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে এবং অবৈধ সিগারেটগুলো কাস্টমসকে বুঝিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ। এদিকে, একদিন আগেই শুক্রবার দুপুরে রাঙ্গামাটি থেকে সিএনজি অটোরিকশায় করে কাপ্তাই সড়ক দিয়ে চট্টগ্রাম নিয়ে যাওয়ার সময় ১৫ লাখ ৬৮ হাজার ৯০০ টাকার বিদেশি এই একই ব্র্যান্ডের অবৈধ পেট্টোন ও অরিস সিগারেট আটক করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশ। রাঙ্গামাটি শহরের একাধিক নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানান, মধ্যরাতে এবং শেষ রাতের দিকে রাঙ্গামাটি শহরের কাপ্তাই হ্রদের তীরবর্তী কয়েকটি স্থানে ইঞ্জিন বোটে করে এসকল অবৈধ সিগারেট এনে নিজেদের বাসায় মজুত করে রাখে চোরাচালানি চক্র। পরবর্তীতে বিভিন্ন ছদ্মাবরণে অটোরিকশায়, পণ্যবাহী ট্রাকে, কাভার্ড ভ্যানে, মাছের গাড়িতে, মৌসুমী পণ্যের গাড়িতে, বিস্কুট ও গুড়ো দুধবাহী গাড়িতে করে এসব অবৈধ সিগারেট রাঙ্গামাটি থেকে চট্টগ্রামে পাচার করে আসছে সিন্ডিকেট চক্র।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার ছবি গ্রুপে পোস্ট/ শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা

উপদেষ্টা মাহফুজকে ক্ষমা চাওয়ার দাবি/ সিলেটে ‘তাওহিদী জনতাবন্ধন’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status