বিনোদন
এবার বিচারক সাবা
স্টাফ রিপোর্টার
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার
নাটক-সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে অল্প সময়েই দর্শকপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী সোহানা সাবা। এই অভিনেত্রীকে এবার দেখা যাবে বিচারকের আসনে। জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন তিনি। এ খবর জানিয়ে সাবা বলেন, গত কয়েক বছরই এ উৎসবের বিচারক হিসেবে প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু সময় ও সুযোগের অভাবে সেটা হয়ে ওঠেনি। তবে এবার প্রস্তাবটি লুফে নিলাম। আশা করছি, খুব ভালো অভিজ্ঞতা হবে।