ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

হেফাজত আমীরের সঙ্গে কায়কোবাদের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
১৯ জানুয়ারি ২০২৫, রবিবারmzamin

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেই নিজের নির্বাচনী আসন কুমিল্লা মুরাদনগরে শোকরানা মাহফিলসহ নানান কর্মসূচিতে ব্যস্ত বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক ৫ বারের এমপি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এরই মাঝে আলেম ওলামাদের সঙ্গে ভালোবাসার টানে ছুটে যান বাংলাদেশের সর্ববৃহৎ ধর্মীয় বিদ্যাপিঠ দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসাসহ বেশ কয়েকটি দেশসেরা কওমি মাদ্রাসায়।
সফরের শুরুতেই তিনি চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় যান। এ সময় তাকে অভ্যর্থনা জানান বাবুনগর মাদ্রাসার আলেম ওলামাগণসহ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। এ সময় তিনি হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিবউল্লাহ বাবুনগরীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। হেফাজতে ইসলামের আমীরের স্বাস্থ্যের খবর নেন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। হেফাজতে ইসলামের আমীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন। এবং দীর্ঘ আলাপ শেষে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান।

দীর্ঘ ১৩ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে হেফাজতে ইসলামের আমীর বলেন- এদেশের আলেম ওলামারা কায়কোবাদ সাহেবকে খুব ভালোবাসেন। কারণ তিনি সব সময়ই আলেম ওলামা মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক রাখেন। তার মতো দ্বীনদার পরহেজগার নেতা সকল থানায় থাকলে দেশের মানুষ উপকৃত হতো। আল্লাহ রাসুল ইসলাম নিয়ে কেউ কটূক্তি করার সাহস পেতো না। তিনি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন।
সেখান থেকে নানুপুর ওবায়দিয়া মাদ্রাসায় যান সাবেক মন্ত্রী কায়কোবাদ। সেখানে নানুপুর মাদ্রাসার প্রিন্সিপাল পীরে কামেল মাওলানা সালাহউদ্দিন নানুপুরীসহ মাদ্রাসা ও দরবারের হাজার হাজার ছাত্র শিক্ষক ও তৌহিদী জনতা এস্তেকবাল জানান।
সাবেক মন্ত্রী কায়কোবাদকে নিজেদের অভিভাবকই মনে করেন আলেম ওলামা, পীর মাশায়েখ ও কোরআন প্রেমী জনতা। আল্লাহতায়ালা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে জাতির খেদমতে আরও নেক হায়াত দান করুক বলে মন্তব্য করেছেন নানুপুরের বর্তমান পীর মাওলানা সালাহউদ্দিন নানুপুরী।
তারপর তিনি দেশের ঐতিহ্যবাহী দ্বীনি মারকায  মেখল মাদ্রাসায় যান। বিশ্বব্যাপী স্বনামধন্য আরবী বিশ্ববিদ্যালয় হাটহাজারী মাদ্রাসায় গেলে মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা খলিল আহমদ কুরাইশী, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা মুনির আহমদ, মাওলানা শফিউল আলম, মাওলানা আবদুস সবুরসহ সমস্ত উস্তাদগণ অভ্যর্থনা জানান সাবেক এ মন্ত্রীকে।
কওমি অঙ্গনের সবচেয়ে বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার উস্তাত তোলাবার ভালোবাসায় সিক্ত সাবেক মন্ত্রী ও ৫ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন- আলেম ওলামারা নবীদের ওয়ারিশ। তাদের সম্মান করলে আল্লাহ খুশি হন। আর তাদের যারা বেইজ্জত করে জুলুম নির্যাতন করে আল্লাহ তাদের বেইজ্জত করেন। আলেম ওলামাদের সম্মান করুন। আল্লাহর বিধানমতে জীবন পরিচালনা করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি শীর্ষ দুই আলেমকে নিয়ে স্মৃতিচারণ করে আবেগতাড়িত হয়ে বলেন, ফ্যাসিবাদি শেখ হাসিনার সরকারের মিথ্যা মামলার খড়গ ও জীবনের হুমকি নিয়ে ১৩ বছর দেশান্তরী থেকে ফেরার পর সর্বপ্রথম আমার মায়ের কবর জিয়ারত করেছি। এরপরই দুই আকাবিরের কবর জিয়ারত ও শীর্ষ আলেমদের সঙ্গে সাক্ষাতে চট্টগ্রাম সফরে এসেছি। আমার জন্য খাস করে দোয়া করবেন, যেন দেশ, জাতি, উম্মাহ ও দ্বীনের কল্যাণে কাজ করে যেতে পারি।
আলেম ওলামাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফি (র.) আওয়ামী লীগের নির্যাতনের শিকার সাবেক আমীর শহীদ
আল্লামা জুনায়েদ বাবুনগরী (র.) মুফতীয়ে আজম ফয়জুল্লাহ (র.), আল্লামা জমির উদ্দীন নানুপুরী (র.), আল্লামা সুলতান আহমদ নানুপুরী
আল্লামা হারুন (র.)-এর কবর জিয়ারত করেন।
বিশেষ করে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আওয়ামী জালিম স্বৈরশাসকের বিচারিক হত্যাকাণ্ডের শিকার শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী কবর জিয়ারত করেন।
দীর্ঘ এ সফরে সাবেক ৫ বারের এমপি ও সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে সফরসঙ্গি হিসেবে ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা গাজী মুহাম্মদ ইয়াকুব ওসমানীসহ বিএনপি নেতৃবৃন্দ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status