ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

রাজনীতি

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা জরুরি: খসরু

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ৫:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার জাতীয় প্রেসক্লাবে মুক্ত চিন্তা বাংলাদেশের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ আজ মুক্ত মন্তব্য করে আমির খসরু বলেন, যার জন্য আমরা ১৬ বছর ধরে রাজপথে আন্দোলন ও সংগ্রাম করেছি, জেল খেটেছি, অনেক নেতাকর্মীর খুন ও গুম হয়েছে- সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি। তবে মুক্ত চিন্তা ব্যতীত কোন জাতি সামনের দিকে যাওয়ার কোন সুযোগ নেই। আজকের সরকার আর কি করতে পারতো, আগামী দিনে সরকার কি করবে, বিএনপি কি করবে এবং কি ভাবছেন- এজন্য জনগণকে আনতে হবে। আমাদের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি করে কোনও জাতি এগিয়ে যেতে পারে না। তবে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করতে দীর্ঘদিন যারা সহযোগিতা করেছেন তাদেরকে জাতির সামনে ক্ষমা চেয়ে পাপমোচন করতে হবে। শেখ হাসিনার অপরাধের সমর্থনদাতা পেশাজীবীদের ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। আর যারা সরাসরি গুম ও খুনের সঙ্গে সম্পৃক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ভ্যাট বাড়ানো অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হয়নি মন্তব্য করে খসরু বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিন থেকেই দেশের অর্থনৈতিক, শিক্ষা এবং স্বাস্থ্য খাতসহ সব খাতে উন্নয়ন কাজ করা হবে।
সভায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. তাজমেরী এস ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

অমিত শাহ সামনে আরো বেশী নতজানু হলে সে গুনগত পরি আসবে আশা করি। নিজের অযোগ্যতা যখন নির্বাচনে জেতার মত কোন মুখ পাওয়া যায় না, তখন মঞ্জুর মত পাঁড় আওয়ামীকে ধানের শীষ দিয়ে নির্বাচন করালে পড়ে আসবে পরিবর্তন? লজ্জা আছে?

এয়াকুব
১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ৫:১০ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status