বিনোদন
গ্রেপ্তারকৃত ব্যক্তি নিরপরাধ, সাইফের ওপর হামলাকারী এখনো পলাতক
বিনোদন ডেস্ক
(১ মাস আগে) ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪৯ পূর্বাহ্ন

মধ্যরাতে বাসায় ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে এক দুর্বৃত্ত। একে একে ছয়টি কোপ বসিয়েছেন তার শরীরে। সেই ঘটনার একদিনের মাথায় ধরা পড়ে এক সন্দেহভাজন। মুম্বই পুলিশ আটক করে তাকে। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়ে তার খোঁজ পায় পুলিশ। সন্দেহজনক অবস্থায় সেখানে ঘুরছিলেন বলে জানা গিয়েছিল। সেই গতিবিধি নজরে আসে পুলিশের। তারপর আটক করা হয় ওই ব্যক্তিকে। প্রাথমিকভাবে অনুমান করা হয়, তাকেই সাইফের বাড়ির সিসিটিভিতে দেখা গিয়েছিল। এবার ঘটনায় এল নয়া মোড়। যাকে বান্দ্রা স্টেশন থেকে আটক করা হয়েছিল আসলে তিনি সাইফের বাড়ির হামলাকারী নন। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। অভিনেতার বাড়িতে হামলা চালানো মূল অভিযুক্ত এখনও পলাতক। উল্লেখ্য, সাইফ থাকেন বান্দ্রার একটি বিলাসবহুল বহুতলের ১২ তলায়। সেখানে, বুধবার রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কীভাবে তারা বাড়ির ভিতরে প্রবেশ করতে সক্ষম হলো, তা জানতে মুম্বই পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে। ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছেন তারা। এলাকারও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জানা যায়, হামলাকারী সাইফের ঘরে নয়, তার ছোট ছেলে জেহ-র ঘরে ঢুকছিল। সেই সময় গৃহ পরিচারিকা দেখে ফেলেন। চিৎকার করতেই তাকে ইশারায় চুপ করতে বলে হামলাকারী। এমনকী ১ কোটি টাকা দাবি করে। পরিচারিকা তাকে বাধা দিলে সে ছুরির কোপ মারে। চিৎকার শুনে বেরিয়ে আসেন সাইফ। হামলাকারীকে বাধা দিলে, অভিনেতার উপরে ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি কোপাতে থাকেন তাকে।