খেলা
শেষ মুহূর্তের হ্যাটট্রিকে জীবনের সেরা সপ্তাহ দিয়ালোর
স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫, শনিবার
আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাণকর্তা হয়ে আসলেন আমাদ দিয়ালো। কিছুদিন আগেই নতুন চুক্তি পাওয়া তরুণ এই ফরোয়ার্ড দেখালেন কেন তাকে ২০৩০ পর্যন্ত দলে রাখছে ইংলিশ জায়ান্টরা। তার হ্যাটট্রিকে ইংলিশ প্রিমিয়ার লীগে সাউদাম্পটনের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় তুলে নেয় রেড ডেভিলরা। দুর্দান্ত এই হ্যাটট্রিকের পর দিয়োলো বলেন, এটি তার জীবনের সেরা সপ্তাহ।
বৃহস্পতিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ১৯৩৪ -এর পর প্রথমবার টানা চার ম্যাচ হারের শঙ্কায় ছিল ইউনাইটেড। এদিন প্রতিপক্ষের জালে ২৩টি শট নেয় স্বাগতিকরা, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। অন্যদিকে সফরকারীরা ১৩টির মধ্যে ৫টি শট গোল অভিমুখে রাখতে পারে। সিনিয়র দলে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের পর দিয়ালো বলেন, ‘(এটি) হয়তো আমার জীবনের সেরা সপ্তাহ। আমরা শেষ পর্যন্ত বিশ্বাস রাখি এবং জয় পেয়ে খুশি। আর্সেনাল ও লিভারপুলের বিপক্ষে ড্র করে আমাদের আত্মবিশ্বাসের কমতি ছিল না।’ দারুণ এই জয়ের পর দিয়ালোর উদ্দেশ্যে রেড ডেভিল কোচ রুবেন আমোরিম বলেন, ‘আমার তার সঙ্গে কথা হয়নি। তবে আমি তাকে আগামীকালকের জন্য বিশ্রাম করতে বলবো ও ভালো খাবার খেতে বলবো। এবং রোববার (ব্রাইটনের বিপক্ষে) আমাদের দরকারের জন্য তাকে প্রস্তুত থাকতে বলবো।’ ম্যাচের প্রথম ভাগে একপ্রকার হিমশিম খায় জায়ান্টরা। প্রায় ফাঁকা গোলপোস্ট পেয়েও বাইরে মারেন এক মাস পর শুরুর একাদশে জায়গা পাওয়া আলেহান্দ্রো গার্নাচো। এরপর আরও কয়েকটি গোলের সুযোগ হারায় স্বাগতিকরা। ম্যাচের ৪২তম মিনিটে সফরকারীদের কর্নার দুর্ভাগ্যবশত লাগে ইউনাইটেড ডিফেন্ডার ম্যানুয়েল উগার্তের গায়ে। সেখান থেকে বল জলায় জালে। আত্মঘাতী গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। ০-১ ব্যবধানে বিরতিতে যায় দুদল। মাঠে ফিরে আগের থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে রেড ডেভিলরা। শুধু প্রত্যাশিত গোলের দেখাটাই পাচ্ছিল না। তখন আবির্ভাব হয় দিয়ালোর। গেলো শনিবারই তাকে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি দেয় ইউনাইটেড। নির্ধারিত সময় শেষ হবার আট মিনিট আগে গোল করে দলকে ম্যাচে ফেরান এই তরুণ ফরোয়ার্ড। শেষ মিনিটে ক্রিস্টিয়ান এরিকের থ্রু পাসে চমৎকার ভলিতে দ্বিতীয় গোল করেন আইভরি কোস্টের এই ফুটবলার। যোগ করা সময়ে এর চার মিনিট পর প্রতিপক্ষ ফুটবলারের ভুলে সহজ গোলে হ্যাটট্রিক করেন ২২ বছর বয়সী এই ফুটবলার। ৩-১ গোলের জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা। ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লীগে তার চেয়ে কম বয়সে হ্যাটট্রিক করেছেন কেবল একজন, ওয়েইন রুনি (২১)। লীগে তৃতীয় ফুটবলার হিসাবে শেষ ১০ মিনিটে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন দিয়ালো। ২১ ম্যাচ পর ৭ জয়, ৫ ড্র ও ৯ হারে ২৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ১২ নম্বরে রয়েছে ইউনাইটেড।