ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

বিনোদন

বিপাকে কঙ্গনা

বিনোদন ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫, শনিবারmzamin

‘ইমার্জেন্সি’ সিনেমা নিয়ে ফের বিপাকে অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত। সিনেমায় ইতিহাস বিকৃতির অভিযোগ এনেছে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি) নামে পাঞ্জাবের একটি সংগঠন। এমনকি পাঞ্জাবে এই ছবির ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছেন তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে এই মর্মে চিঠিও লিখেছেন সংগঠনের সভাপতি। তাদের দাবি, এই ছবি পাঞ্জাবে মুক্তি পেলে মানুষের মধ্যে ক্ষোভ ও হিংসা ছড়াবে। ছবি মুক্তি পেলে তারাও তীব্র বিরোধিতা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ‘ইমার্জেন্সি’ নিয়ে বড় পদক্ষেপ নিয়েছেন পাঞ্জাবের প্রেক্ষাগৃহের মালিকরা। পাঞ্জাবের সরকারের পক্ষ থেকে ‘ইমার্জেন্সি’র ওপর কোনো নিষেধাজ্ঞা জারি না করা হলেও  তারা এই ছবির প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। ছবির বিরুদ্ধে শিখ সম্প্রদায়ের মানুষকে অপমান করার অভিযোগও উঠেছে। তাই ছবি মুক্তি পেলেই পরিবেশ-পরিস্থিতি অস্থির হওয়ার আশঙ্কা করছেন এসজিপিসি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে লেখা চিঠিতে এসজিপিসি’র পক্ষ থেকে লেখা হয়েছে, পাঞ্জাবে ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে। যদিও দুঃখজনকভাবে আপনার সরকার কোনো পদক্ষেপ করেনি এই বিষয়ে। এই ছবি মুক্তি পেলে শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হবে, যা খুবই স্বাভাবিক। উল্লেখ্য,  ‘ইমার্জেন্সি’-তে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।

 

 

পাঠকের মতামত

NIJER DESHER KHOBOR KORUN.

S B
১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ৭:৪৭ অপরাহ্ন

SHE IS JUST A EYE COVERD POLITICIAN.AN IDIOT.

REZA
১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ১:৫৬ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status