বিনোদন
আবেগঘন ফারিয়া
স্টাফ রিপোর্টার
১৮ জানুয়ারি ২০২৫, শনিবার
ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া পরিবারের সঙ্গে তোলা একটি পুরনো ছবি শেয়ার করে এক আবেগঘন পোস্ট দিয়েছেন ফেসবুকে। তিনি লিখেন, জীবনটা দুই রকমের। বাবা থাকতে একটা, বাবা না থাকতে আরেকটা। কখনো কি মনে হয়, এমন একটা জীবন থাকতে পারে যেখানে বাবা নাই, কিন্তু সব জায়গায় তার অস্তিত্ব রয়েছে। লায়ন কিং সিনেমায় যখন সিম্বাকে বলে, ‘তুমি তোমার বাবার প্রতিচ্ছবি’ আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই।