অনলাইন
ভেঙে পড়লো 'স্টারশিপ': মাস্ক বললেন, 'সফলতা অনিশ্চিত, কিন্তু বিনোদন নিশ্চিত'
মানবজমিন ডিজিটাল
(৩ সপ্তাহ আগে) ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫০ পূর্বাহ্ন

তিনি বিশ্বের ধনীতম ব্যক্তি। তার লক্ষ্য চাঁদের মাটিতে মানুষকে পদার্পণ করানো। আর চাঁদের ঘরে মানুষ পাঠাতেই গত কয়েকবছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে চলেছে ইলন মাস্কের স্পেসএক্স সংস্থা।
২০২৩ থেকেই এই স্টারশিপ প্রকল্প চলছে স্পেসএক্স-এর। ইতিমধ্যে ছ’টি স্টারশিপ উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। এবার ছিল সপ্তম স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ। কিন্তু সেই উৎক্ষেপণ সফল হল না। পরীক্ষামূলক উৎক্ষেপণের কয়েক মিনিটের মাথায় মাঝ আকাশে ভেঙে পড়ল সপ্তম স্টারশিপ।
ইতিমধ্যেই ভেঙে পড়ার মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে ইলন মাস্কের স্বপ্নের স্টারশিপ জ্বলন্ত অবস্থায় নেমে আসছে পৃথিবীর দিকে। মাঝ আকাশে এটির ভেঙে পড়ার কারণ হিসেবে জানা গিয়েছে, উৎক্ষেপণের পর আচমকা স্টারশিপের একাংশের যন্ত্রাংশ বিকল হয়ে যায়। যন্ত্রগুলো নিজেদের মধ্যে সমন্বয় চালাতে না পারায়, সেটি ভেঙে পড়ে। এর জেরে বিরাট এলাকার বিমান পরিষেবা ব্যাহত হয়। ঘুরিয়ে দিতে হয় অন্তত ২০টি বিমান। স্টারশিপের ধ্বংসাবশেষের জন্য যেন বিমানের ক্ষতি না হয়, সেজন্যই এই সিদ্ধান্ত।
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শীর মতে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু ফ্লাইট গ্রাউন্ডেড করা হয়েছিল। এই বিপত্তির কারণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় মাস্ক নিজে জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে জানা যাচ্ছে, উড়ানের ইঞ্জিন ফায়ারওয়ালের উপরে গহ্বরে আমাদের অক্সিজেন/জ্বালানি লিক করছিল, যা ভেন্ট ক্ষমতার উপর অতিরিক্ত চাপ তৈরি করার জন্য যথেষ্ট।
স্পষ্টতই পরবর্তীকালে লিকের জন্য অন্তত দু’ বার পরীক্ষা করা হবে। আরও কী কী গ্রহণীয় পদক্ষেপ, সেই বিষয়েও জানিয়েছেন তিনি। একই সঙ্গে মাস্ক স্বপ্নের স্টারশিপ ভেঙে পড়ার পর লিখেছেন, ‘সফলতা অনিশ্চিত, কিন্তু বিনোদন নিশ্চিত'।
তবে ব্যর্থ হলেও আগামী দিনে সাফল্য মিলবে বলে আশাবাদী স্পেসএক্স।
সূত্র : এনডিটিভি