ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্যাডে হাসিনা সরকারের স্লোগান, পরিচালক বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবারmzamin

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্যাডে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এমন স্লোগান সম্বলিত বিজ্ঞপ্তি দেয়ার অভিযোগে গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পরিচালক (অর্থ ও হিসাব দপ্তর) গোলাম সরোয়ারকে এর পদত্যাগের দাবিতে ছাত্ররা তীব্র নিন্দা জানিয়ে একটি বিক্ষোভ মিছিল করেছেন। পরে রাত সাড়ে ১০টার দিকে জরুরি সভা ডেকে তাকে সাময়িক বরখাস্ত করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাতে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের স্লোগান (শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ) সম্বলিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্যাড ব্যবহার করে বিজ্ঞপ্তি দেয়ার অভিযোগটি পর্যালোচনা করা হয়েছে। এ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আচরণবিধির বিধি ৪ লঙ্ঘিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইনের ধারা ১১ (৭) এবং বিশ্ববিদ্যালয় আচরণবিধির বিধি ১৩ মোতাবেক অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হলো। ১৫ই জানুয়ারি বিকাল থেকে এ আদেশ কার্যকর। জানা যায়, সোমবার (১৩ই জানুয়ারি) ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত প্যাডে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি বুধবার সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ড. সুমন কান্তি বড়ুয়া জানান, ক্ষমতাচ্যুত সরকারের স্লোগান সম্বলিত প্যাডে বিজ্ঞপ্তি দেয়ার বিষয়টি নজরে আসার পরপরই উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম হাসান তালুকদার বলেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা তাকে সাময়িক বরখাস্ত করেছি।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status