ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

কিশোরগঞ্জে ভুয়া মানবাধিকার সংগঠন খুলে প্রতারণা, আটক ৯

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার
mzamin

পারিবারিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত ও নিগৃহীত মানুষদের প্রতিকার পাওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে কিশোরগঞ্জে মানবাধিকার আইনি সহায়তা কেন্দ্র নামে একটি ভুয়া মানবাধিকার সংগঠনের ৯ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে জেলা শহরের পশ্চিম তারাপাশা এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের থেকে কিছু নগদ টাকা, সনদ, মাউথ স্পিস, পরিধেয় কটি, মাথার ক্যাপ, ডেস্ক নেমপ্লেট, সিল, আইডি কার্ড, ফাইল, ব্যানার ও রেজিস্ট্রি খাতা জব্দ করা হয়। 
আটককৃতরা হলো- এসএম ফারুক (৬৮), মো. জালাল উদ্দিন (৭০), মো. সবুজ মিয়া (৪৫), মো. আরিফুল আউয়াল (৩৪), মো. আল মামুন (৪০), মো. লিটন মিয়া (৪২), আজিজুল হক মাসুদ (৪৫), জাহাঙ্গীর আলম (৫০) ও মো. এনামুল হক (৪৫)। আটককৃত ফারুক জেলার ইটনা উপজেলার এলংজুড়ি গ্রামের মো. রমজান আলীর ছেলে, জালাল উদ্দিন জেলা শহরের একরামপুর এলাকার মৃত মো. নাছির উদ্দিন বেপারীর ছেলে, সবুজ জেলার করিমগঞ্জ উপজেলার সাকুয়া গ্রামের ইচব আলীর ছেলে, আরিফুল জেলা শহরের শোলাকিয়া নীলগঞ্জ রোড এলাকার মো. আব্দুল আউয়ালের ছেলে, মামুন সদর উপজেলার বৌলাই দক্ষিণ রাজকুন্তি গ্রামের মৃত আবু তাহেরের ছেলে, লিটন সদরের বাদে শোলাকিয়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে, আজিজুল বৌলাই দক্ষিণ রাজকুন্তি গ্রামের ওমর ফারুকের ছেলে, জাহাঙ্গীর জেলা শহরের চরশোলাকিয়া নীলগঞ্জ রোডের মৃত আব্দুল করিমের ছেলে এবং  এনামুল তারাপাশা এলাকার মো. শামছুল হকের ছেলে। 
বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে জেলা শহরের পশ্চিম তারাপাশা এলাকায় ভুয়া মানবাধিকার আইনি সহায়তা কেন্দ্র খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল একটি চক্র। পরে বুধবার রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এদিকে রাতেই তাদের কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব। এ ঘটনায় একজন ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন। এ ব্যাপারে র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে প্রতারণার সঙ্গে তাদের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status