ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাবান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ইমরান খানের পিটিআইয়ের ইউটার্ন

মানবজমিন ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

mzamin

রাজনীতিতে ইউটার্ন নিলেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। দলটির প্রধান ব্যারিস্টার গওহর স্বীকার করলেন তার সঙ্গে সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের সাক্ষাৎ হয়েছে। এ জন্য একটি হেলিকপ্টারে করে গওহরকে উড়িয়ে নেয়া হয়েছিল পেশোয়ারে। সেখানে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে গওহরের সঙ্গে উপস্থিত ছিলেন খাইবার পখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ধাপুর। অবশ্য এর আগে ব্যারিস্টার গওহর এমন সাক্ষাতের বিষয় উড়িয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত অনুষ্ঠিত ওই সাক্ষাতে পিটিআই নেতারা বেশ কিছু দাবি তুলে ধরেছেন। সে অনুযায়ী বৃহস্পতিবার পিটিআই সরকারের সঙ্গে তাদের সমঝোতার বিস্তারিত প্রকাশ করেছে। এর নাম দেয়া হয়েছে ‘চার্টার অব ডিমান্ডস’। এর অধীনে প্রধান বিচারপতি অথবা সুপ্রিম কোর্টের তিনজন সিনিয়র বিচারকের নেতৃত্বে দুটি কমিশন গঠন করার দাবি করা হয়েছে সরকারের প্রতি। ওই কমিশন ৯ই মে’র দাঙ্গা পরিস্থিতি এবং ২৬শে নভেম্বরের প্রতিবাদ বিক্ষোভের বিষয় তদন্ত করবে। দাবি উল্লেখ করে পিটিআই বলেছে, সরকার যদি ওই কমিশন গঠন না করে, তাহলে তারা সংলাপ প্রক্রিয়া থেকে দূরে সরে যাবে। বিষয়টি সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান খান নিজেও। ব্যারিস্টার গওহর বৃহস্পতিবার মিডিয়াকে এসব তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

আদিয়ালা কারাগারের আদালত কক্ষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার গওহর। এর আগে তিনি এমন আলোচনার বিষয় উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেন, সেনাপ্রধানের কাছে পিটিআইয়ের সকল দাবি সরাসরি উত্থাপন করা হয়েছে। চলমান ইস্যু সমাধানে সেনাপ্রধানের সাথে সাক্ষাতের বিষয়টি ইতিবাচক। এদিকে ব্যারিস্টার গওহরের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তিনি বলেছেন, অপর পক্ষকে আলোচনার টেবিলে আনার জন্য অনেকদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে তার দল। ধারণা করা হচ্ছে সেনাপ্রধান অসিম মুনিরের পেশোয়ার সফরের সময় এ আলোচনা অনুষ্ঠিত হয়। পেশোয়ারে শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। সেসময় তিনি বলেন, দেশ থাকলে তারপরই রাজনীতি। দেশই যদি না থাকে তাহলে আর কিছুই থাকলো না। এ বিষয়ে অবগত এমন সূত্র বলেছেন, সোমবার তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন পিটিআইয়ের দুই নেতা ব্যারিস্টার গহর ও খাইবার পখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী গান্ধাপুর। তবে, বৈঠকের স্থান ইসলামাবাদ বা রাওয়ালপিন্ডির কোনোটিই ছিলো না। উল্লেখ্য, আগামী বৈঠকে একজন কেন্দ্রীয় মন্ত্রী ও দু’জন গুরুত্বপূর্ণ ব্যক্তি পিটিআই নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। যদিও এসব বৈঠকের ফলাফল নির্ভর করবে পিটিআইয়ের ভবিষ্যৎ নীতির ওপর। ২০২৩ সালের ৯ই মের দাঙ্গা পরিস্থিতি ও ২০২৪ সালের ২৬শে নভেম্বরের আন্দোলনের সুষ্ঠু তদন্তের জন্য প্রধান বিচারপতি বা তিনজন সিনিয়র বিচারকের সমন্বয়ে দুটি কমিশন গঠনের দাবি জানিয়েছে পিটিআই। সকল রাজবন্দিকে জামিন দিতে আদালতের নির্দেশ অথবা অভিযোগ সাময়িক স্থগিত এবং সাজা মওকুফের জন্য কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দলটি। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট/ আবারো ঢাকা-দিল্লি কূটনৈতিক উত্তেজনা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status