অনলাইন
জুলাই ঘোষণাপত্র
সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকাল ৪টার পর এই বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে’র সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের প্রমুখ নেতারা বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বৈঠকে অংশ নিয়েছেন।