ভারত
বাংলাদেশ-ভারত সীমান্ত উত্তেজনা
মালদহের ব্যবসায়ীদের বাণিজ্য বৈঠক বয়কটের ঘোষণা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন
সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে মালদা মার্চেন্ট অব কমার্সের তরফে বাণিজ্য বৈঠক বয়কটের ঘোষণা করা হয়েছে। আগামী সপ্তাহে রাজশাহীতে মহদিপুর সীমান্ত বাণিজ্য নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল ভারত ও বাংলাদেশের বণিকদের মধ্যে। সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে মালদহের ব্যবসায়ীরা তাদের নিরাপত্তার জন্য তারা ‘বাংলাদেশি বাহিনীর ওপর ভরসা’ করতে পারছেন না বলে জানিয়েছেন।
মালহের মহদিপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের বৈদেশিক বাণিজ্য কার্যক্রম চলে। প্রতিদিন কোটি কোটি রুপির পণ্য রফতানি করে ভারত। পণ্য আমদানির বরাত নিয়ে নির্দিষ্ট সময় অন্তর বৈঠকে বসেন সীমান্তের দু’পারের আমদানি-রফতানিকারীরা। আগামী সপ্তাহে বাংলাদেশের রাজশাহীতে তেমনই বৈঠক হওয়ার কথা ছিল।
গত কয়েক সপ্তাহ ধরে মালদার বৈষ্ণবনগরের শুকদেবপুর সীমান্তে বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে বাধা দেয় বিজিবি। ভারতীয় ভূখণ্ডের গ্রামবাসীদের অভিযোগ, পাচারকারী ও অনুপ্রবেশকারীদের সাহায্য করতেই বাধা দেয়া হচ্ছে। বাংলাদেশি দুষ্কৃতকারীদের রুখতে বিএসএফের পাশে দাঁড়িয়েছেন সাধারণ গ্রামবাসীরা। লাঠিসোঁটা নিয়ে গ্রাম পাহারা দিচ্ছেন তারা।
জানা গেছে, বাণিজ্য বয়কটের পরিপ্রেক্ষিতে সীমান্ত বাণিজ্য ব্যাহত হতে পারে। বিঘ্নিত হতে পারে স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম।
পাঠকের মতামত
ভারতীয় ষড়যন্ত্র রুখতে পাকিস্তান, চীন,আফগানিস্তান, নেপাল,ভুটানের সাথে বানিজ্যিক সম্পর্ক বাড়াতে হবে।হাসিনা আমলের প্রতিটি আন্তরাষ্ট্রীয় চুক্তি পর্যালোচনা করে বাতিল করা দরকার।ট্রানজিট,মংলা বন্দর ব্যবহারসহ ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করতে হবে।।
বার্মা,পাকিস্তান, ভিয়েতনামসহ অন্যান্য দেশ থেকে আমদানী করতে হবে। কেননা কুচক্রী মহল নাকি এতদিন বাঁধা ও অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিলো।
ব্যবসা করলে যারা আপনার মোঙল কামনা করে তাদের সাথে ব্যবসা করেন। যারা আপনার পিছনে ছুড়ি মেরে খতি করতে চায় তাদের সাথে ব্যবসা না করাই ভালো তাতে কিছু মুনাফা হলেও ভালো।
ভারত কে ছাড়াও ব্যবসা করা যায়। বিকল্প বের করুন প্লিজ।
বয়কট ইন্ডিয়া
ভারতের কর্মকাণ্ডে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ!
আমরা ইন্ডিয়ান পণ্য ক্রয় করতে আগ্রহী নই। অন্য দেশ থেকে ক্রয় করবো।
আমরাও কেন পারবোনা ইন্ডিয়া বয়কট করতে?অবশ্যই পারবো।
বাংলাদেশকে বিকল্প বাজার দেখার প্রয়োজন আমদানি এবং রপ্তানির জন্য। ভারতীয়দের মুখে রাম রাম বগলে ছবি তাই আমাদেরকে সতর্ক থাকার প্রয়োজন
আমি বাংলাদেশের সরকারের নিকট আকুল আবেদন জানাই আপনারা দয়া করে ভারতকে বাদ দিয়ে অন্য রাষ্ট্রের সাথে বানিজ্য করুন।
ভারতের সাথে বাংলাদেশের সব ধরনের ব্যবসা কবে বন্ধ করা হবে ?
Stop business with India.