ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

বড় ইনিংসের পথ খুঁজে পেয়েছেন তানজীদ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারmzamin

২১ বলে ৩০, ১৬ বলে ২০! শুরুটা ভালো হচ্ছে, এরপর আচমকা আউট। ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজীদ হাসান তামিমের এবারের বিপিএলটা এভাবেই যাচ্ছিল। তবে শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে  ৬৪ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এই ম্যাচেই ইনিংস বড় করার পথ খুঁজে পেয়েছেন বলে জানান এই বাঁহাতি ওপেনার।
বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ। দিনের প্রথম খেলায় দুপুর দেড়টায় ফরচুন বরিশালের মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস। গতকাল অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তানজীদ। নিজের ব্যাটিং নিয়ে তিনি বলেন,  ‘ব্যাটিংয়ে নতুনত্ব বলতে আসলে কিছু নেই। আগের কয়েকটা ইনিংসে আমি ভালো শুরু করেও ক্যারি করতে পারিনি। তারপর রিয়েলাইজ করতে পেরেছি যে, আমি যদি পাওয়ার প্লেটা ভালো ব্যবহার করতে পারি ও এরপর নিজেকে কিছুটা সময় দেই তাহলে মনে হয় আমার জন্য ভালো। এটাই সবশেষ ম্যাচে চেষ্টা করেছি, সফল হয়েছি। চেষ্টা থাকবে সামনের ম্যাচগুলোও একই পরিকল্পনায় খেলার।’ 
টানা ৬ ম্যাচ হারের পর জয়ের স্বাদ পেয়েছে ঢাকা। জয়ের ধারা বজায় রাখতে চান তানজিদরা। তানজিদ বলেন, ‘চেষ্টা করব, আগের ম্যাচে প্রথম জয়ের যে মোমেন্টাম, বড় জয় পেয়েছি, সেটা যদি কাজে লাগাতে পারি তাহলে ভালো কিছুই আশা করা যায়। এর আগে আমরা যেদিন ভালো ব্যাটিং করেছি সেদিন ভালো বোলিং করতে পারিনি। আবার উল্টোটাও হয়েছে। আমরা পরিকল্পনাটা কাজে লাগাতে পারছিলাম না। সবশেষ ম্যাচ দেখবেন আমরা ব্যাটিং, বোলিং দুটোই অনেক ভালো করেছি। পরিকল্পনা খুব ভালো বাস্তবায়ন করেছি। আমরা যদি একই পরিকল্পনা মাঠে ইউটিলাইজ করতে পারি তাহলে ভালো কিছুই সম্ভব।’
ঢাকা ক্যাপিটালসে তানজীদের ওপেনিং সঙ্গী লিটন কুমার দাস। গেলো ম্যাচে তার ব্যাট থেকে আসে ৫৫ বলে ১২৫ রানের বিস্ফোরক ইনিংস। ননস্ট্রাইকে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি দেখায় নিজেকে সৌভাগ্যবান মনে করেন তানজীদ। তিনি বলেন, ‘(নন স্ট্রাইকে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি দেখতে পেরে) আমি নিজে অনেক সৌভাগ্যবান। আমি উনার বড় একজন ভক্ত। উনার ব্যাটিং দেখাটাও একটা... অনেক উপভোগ করেছি। মানে কী বলব... শটগুলো সব চোখজুড়ানো।’
টানা রান খরায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন, এতে মন খারাপ তানজীদের। বাঁহাতি ওপেনার বলেন, ‘ভালো না খেললে, (জাতীয় দল থেকে) বাদ পড়তে হবে। এটা সবাইকে মেনে নিতে হবে। (লিটন) দাদা যেমন ব্যাটসম্যান, আমরা সবাই জানি। আমি নিজেও অনেক বড় ভক্ত। এদিক থেকে তাই আমার মন খারাপ যে উনি দলে নেই। যেভাবে সবশেষ দুই ম্যাচ খেলেছেন, উনার আত্মবিশ্বাস অনেক ওপরে। আশা করি সামনের ম্যাচগুলো অনেক ভালো করবেন।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status