ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ফ্যাসিবাদের দোসরদের চট্টগ্রাম কাস্টমস হাউজ থেকে বিতাড়নের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

আসন্ন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের প্রত্যাখ্যানের দাবিতে নগরীর বন্দর সংলগ্ন কাস্টম্স হাউজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা সমন্বয়ক ওমর ফারুক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও গুলিবিদ্ধ ছাত্র প্রতিনিধিরা। মানববন্ধন শেষে ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাস্টম্স কমিশনার জাকির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। মানববন্ধনে ছাত্র নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর ও কাস্টম্স হচ্ছে- বাংলাদেশের স্বর্ণদ্বার। রাজস্বের সিংহভাগ পূরণ করা হয় এখান থেকে। চট্টগ্রাম বন্দর জাতির অহঙ্কার। বিগত আওয়ামী লীগ সরকার এখানে লুটতরাজ করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাই আগামীতে কাস্টমসে যাতে অনিয়ম দুর্নীতি না চলে সেজন্য আওয়ামী সুবিধাভোগীদের অলরেডি চিহ্নিত করা হয়েছে। স্বৈরাচারের দোসররা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য আমরা প্রতিরোধ গড়ে তুলবো। তাই আওয়ামী দোসররা সম্মানের সঙ্গে কাস্টম্স হাউজ থেকে সরে যান, তা না হলে পরিণাম ভালো হবে না। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমরা প্রস্তুত। আমরা রক্ত দিতে জানি। আমাদের সঙ্গে বিপ্লবী দেখাতে যাবেন না। আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করলে আমরাও আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম। আমরা জনগণের কাতারে, আপনারা ফ্যাসিস্টের কাতারে। আরেকবার যদি নির্বাচন করার সাহস দেখাতে যান, তাহলে সেদিন হবে আপনাদের শেষদিন। ছাত্র নেতৃবৃন্দ বলেন, জাতির জন্য যেটা ভালো হবে সেটাই আমরা করবো। সরকারি প্রত্যেকটা সেক্টরে যেন স্বচ্ছতা, জবাবদিহিতা, গণতন্ত্র আছে এমন ব্যবস্থা করবো। আমরা এমন নিয়মকে আবার পুনরুজ্জীবিত করবো না, যেটা গত ১৬ বছর আমাদের করায়ত্ত রেখেছে। 
তাই আমরা সেই জায়গায় ফিরতে চাই না।
এতে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের প্রতিনিধি মো. শাহেদ, শহিদুল ইসলাম সজীব, শফিকুল ইসলাম জিয়া, ফাহিম আহম্মেদ সাগর, ফারহান জামিল, সাগর হোসেন, মো. রাফি প্রমুখ।

পাঠকের মতামত

রাজাকার ঢোকা।।। মীর জাফর ঢোকা।।। তুরা ত ওদের সন্তান।।।।।2024....

Mohammed Alam hossai
১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৬:৩৪ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status