বিশ্বজমিন
‘বিশ্বের সবচেয়ে বৃহৎ সাবমেরিন কেবল পাকিস্তানে’
মানবজমিন ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার, ৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫১ অপরাহ্ন

পাকিস্তানের তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী শাজা ফাতিমা বলেছেন, বিশ্বের সবচেয়ে বৃহৎ সাবমেরিন কেবল পৌঁছেছে পাকিস্তানে। এক্ষেত্রে তিনি উচ্চ আশা পোষণ করেন। বলেন, পাকিস্তানে ইন্টারনেট সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে। ডেপুটি চেয়ারম্যান সায়েদাল খানের সভাপতিত্বে সিনেট অধিবেশনে তিনি এ কথা বলেন। সিনেটর মোহাম্মদ আসলাম আবরো’র বক্তব্যের জবাবে মন্ত্রী ওই মন্তব্য করেন। আসলাম আবরো জানান, মন্ত্রণালয় বলেছে ইন্টারনেট সমস্যা প্রযুক্তিগত। যখন বিশ্ব পৌঁছে যাচ্ছে চাঁদে, পাকিস্তান তখন এক বছরেও এই সমস্যা সমাধান করতে সক্ষম হয়নি। তিনি বলেন, ইন্টারনেট বিঘ্নের বিষয়টি একটি কমিটিকে জানানো হয়েছে। জবাবে শাজা ফাতিমা বলেন, পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ) ইন্টারনেটের গতি তদারক করে। গত দুই বছর ধরে এর সক্ষমতার ফ্রিকুয়েন্সি দ্বিগুন করা হয়েছে। গত ৫ মাসে আইটি নির্ভর রপ্তানি বৃদ্ধি পেয়েছে শতকরা ৩৩ ভাগ। এর ফলে কারখানাগুলো বাণিজ্যিক উদ্বৃত্ত অর্জন করছে। একই সঙ্গে পাকিস্তানে ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে শতকরা ২৫ ভাগ।