শরীর ও মন
মলদ্বারের সার্জারির পরবর্তী যত্ন
ডা. মোহাম্মদ তানভীর জালাল
১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবারশরীরের অন্যান্য জায়গায় সার্জারির সঙ্গে মলদ্বারের সার্জারির কিছু মৌলিক পার্থক্য রয়েছে।
০১) মলদ্বারের সার্জারির পর সাধারণত সেলাই হয় না।
০২) প্রতিদিন অপারেশনের স্থান মলের সংস্পর্শে আসে।
০৩) প্রচুর পরিমাণে পানি ও রস নিঃসরণ হয়।
০৪) ক্ষতস্থান শুকাতে দীর্ঘ সময় লাগে।
তাই মলদ্বারের সার্জারির পর বিশেষ যত্ন নিতে হয়।
#) যে সব সার্জারির পর এই যত্ন প্রয়োজন:
০১) পাইলস সার্জারি।
০২) ফিশার সার্জারি।
০৩) ফিস্টুলা সার্জারি, সাধারণত জটিল ফিস্টুলা।
০৪) পুঁজ হয়ে যাওয়া বা এবসেস সার্জারি।
০৫) মলদ্বার চিকন হয়ে যাওয়ার অপারেশন (এনাল স্টেনোসিস)।
#) করণীয়:
০১) পরিষ্কার রাখাই মূলমন্ত্র।
০২) অনেকদিন ধরে এন্টিবায়োটিক খাওয়ার কোনো যৌক্তিকতা নাই।
০৩) প্রয়োজনে ড্রেসিং করা।
০৪) নরম কাপড় বা গজ ব্যবহার করা।
০৫) কোনো ধরনের টিস্যু ব্যবহার না করা।
০৬) সিজ বাথ বা গরম পানির সেঁক নেয়া।
০৭) প্রয়োজনীয় ও পুষ্টিকর খাবার গ্রহণ।
#) ক্ষত শুকানোর সময়:
মলদ্বারের সার্জারির পর ক্ষত শুকাতে শরীরের অন্যান্য জায়গার তুলনায় অধিক সময় লাগে। কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লাগতে পারে। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সবার শরীরের ক্ষত শুকানোর ক্ষমতা
এক রকম নয়। কারও বেশি সময় লাগে কারও কম। ধৈর্য সহকারে পরিচর্যা করলে এবং নিয়মকানুন মেনে চললে ক্ষত দ্রুত শুকায়।
লেখক: সহযোগী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, কোলোরেক্টাল, ল্যাপারোস্কপিক ও জেনারেল সার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
চেম্বার: ১৯ গ্রীন রোড, একে কমপ্লেক্স, লিফট-৪, ঢাকা। সেল-০১৭১২-৯৬৫০০৯