খেলা
যে কারণে চ্যাম্পিয়নস ট্রফির দলে ইমন
স্পোর্টস রিপোর্টার
১৩ জানুয়ারি ২০২৫, সোমবার
চ্যাম্পিয়নস ট্রফির দল নিয়ে জল্পনা-কল্পনার অবসান হয়েছে। তামিম ইকবাল দল ঘোষণার আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবসর ঘোষণা করায় তাকে নিয়ে আর চিন্তা করতে হয়নি। কথা ছিল এই আসর খেলেই তিনি বিদায় নিবেন। তবে সেটি তিনি করেননি। অন্যদিকে বোলিংয়ে নিষিদ্ধ থাকায় শুধু ব্যাটার হিসেবে সাকিবকেও দলে রাখা কঠিন। শেষ পর্যন্ত সাকিব দলে জায়গা পাননি। এমনকি ফর্মে না থাকায় শেষ মুহূর্তে এসে রাখা হয়নি লিটন কুমার দাসকেও। তার মানে ওপেনার হিসেবে দায়িত্ব নিতে হবে তরুণ তানজিদ হাসান তামিম ও সদ্য ইনজুরি কাটিয়ে ওঠা সৌম্য সরকারকে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজে ইনজুরি আক্রান্ত হন তিনি। সে কারণে এখনো বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলা হয়নি। মাঠে নামবেন কিনা তা নিয়েও আছে সন্দেহ। তাদের সঙ্গে ওপেনার হিসেবে দলে ডাকা হয়েছে তরুণ পারভেজ হোসেন ইমনকে যার কিনা এখনো অভিষেকই হয়নি! এই তরুণ ওপেনারকে নেয়ার কারণ কী? ইমনকে দলে নেয়ার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘ওর হয়তো বড় কোনো অবদান নেই। তবে আমাদের যেটা মনে হয়েছে, আমরা যেটা খুঁজছি, পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিং। সেটা ওর (ইমন) মধ্যে আছে। বিকল্প কাউকে লাগলে সে (তানজিদ-সৌম্যর মতো) একই গতিতে খেলতে পারবে।’
অভিষেক না হওয়া পারভেজ কেন চ্যাম্পিয়নস ট্রফির দলে এ প্রশ্ন নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। আসলে নির্বাচকদের হাতে ওপেনার নিয়ে যে খুব বেশি বিকল্প আছে তাও নয়। লিটন ফর্মে নেই। এই বিপিএলে তার দল ঢাকা ক্যাপিটালসের হয়ে মাত্র একটি ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন। তার দল ঢাকা টানা ৬ ম্যাচেই হেরেছে। মূলত লিটনের বাদ পড়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, ‘সৌম্য ও তামিম জুটি হিসেবে ভালো করছে। এই দুজনই সম্ভবত ইনিংস শুরু করবে।’ তবে বড় প্রশ্ন হচ্ছে ইমনকে নিয়ে। এখনও ওয়ানডে অভিষেক না হওয়া ব্যাটসম্যানকে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে দলে নেওয়ায় উঠছে প্রশ্ন, নির্বাচকরা বলছেন তরুণ এই ব্যাটসম্যানের আগ্রাসী মানসিকতার কথা।
ইমনের লিস্ট ‘এ’ ক্রিকেটে রেকর্ড খুব ভালো নয়। সম্ভাবনাময় হিসেবে পরিচিত তার পরও চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় আসরে রাখা নিয়ে জাগেছে কৌতূহল। ১৫ জনের স্কোয়াডে এখন মূল দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। প্রয়োজনে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজকেও কাজে লাগানো যাবে। পারভেজকে নেওয়া হয়েছে টপ অর্ডারে বিকল্প ব্যাটসম্যান হিসেবে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন পারভেজ। তবে খেলার সুযোগ পাননি। না খেলেই জায়গা ধরে রাখলেন তিনি চ্যাম্পিয়নস ট্রফির দলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৪ ম্যাচ খেলে তার সেঞ্চুরি চারটি, ব্যাটিং গড় ৩৫.৬১, স্ট্রাইক রেট ৮৮.৪০। তবে ঢাকা প্রিমিয়ার লীগের গত মৌসুম দারুণ কেটেছিল তার। ১৩ ম্যাচে ৬২৩ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। সেঞ্চুরি করেছিলেন তিনটি, ফিফটি ছিল। ব্যাটিং গড় ছিল প্রায় ৪৮, স্ট্রাইক রেট ৮৯.১২। প্রধান নির্বাচক আস্থা রাখছেন তার ওপর। গাজী আশরাফ হোসেন বলেন, ‘দলকে জেতাতে মূল লক্ষ্য ঠিক রাখতে সে সবসময় আক্রমণাত্মক থাকে। এটা একটা বড় বিবেচনার বিষয়। সামনে হয়তো তিনি অবদান রাখতে পারবেন। তাই বড় টুর্নামেন্টে তাকে নেওয়া হয়েছে।’
অন্যদিকে ওয়ানডেতে এখনও দেশের হয়ে না খেললেও আন্তর্জাতিক সাতটি টি-টোয়েন্টি খেলেছেন পারভেজ হোসেন ইমন। প্রথম ছয় ম্যাচ মিলিয়ে তার রান ছিল মোট ৪৯। তবে গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ২১ বলে ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে একটা পরিচিতি আছে ২০২০ যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্যের। চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে নেওয়ার ক্ষেত্রেও একই কথা বললেন প্রধান নির্বাচক।