ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

তামিমকে পেলে দল উপকৃত হতো- প্রধান নির্বাচক

স্পোর্টস রিপোর্টার
১৩ জানুয়ারি ২০২৫, সোমবারmzamin

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন তামিম ইকবাল। নইলে নিশ্চিতভাবেই চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকতেন এ অভিজ্ঞ ওপেনার। স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ বললেন, দল গঠনের সময় তামিমকে মনে পড়েছে তাদের।
নির্বাচকরা ও অধিনায়ক শান্ত নিজ থেকে তামিমকে দলে পেতে চেষ্টা করেছেন । তবে নিজের ভাবনায় অটল থেকে ৩৯১ ম্যাচের ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন তামিম। দীর্ঘ ক্যারিয়ারে ৪টি ওয়ানডে বিশ্বকাপ ও ৬টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন তামিম। ২০১৭ সালে খেলেছেন ক্যারিয়ারের একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে। গোটা ক্যারিয়ারের মতো ওই টুর্নামেন্টেও দলের সেরা ব্যাটসম্যান ছিলেন তামিম। ইংল্যান্ডে ওই আসরে চার ম্যাচে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ২৯৩ রান করেছিলেন বাঁহাতি ওপেনার।
এছাড়া চলতি বিপিএলেও খুব খারাপ ফর্মে নেই তামিম। ফরচুন বরিশালের জার্সিতে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে ৪০.২৫ গড়, ১৫১.৮৮ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১৬১ রান। এর আগে এনসিএল টি-টোয়েন্টিতে চার ম্যাচে ৬৩.৩৩ গড় ও ১৫০.৭৯ স্ট্রাইক রেটে ১৯১ রান করেছিলেন চট্টগ্রামের ওপেনার।
গতকাল সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে যদি বড় টুর্নামেন্টে আমরা পেতাম, তাহলে দল অনেক উপকৃত হতো। কোনো সন্দেহ নেই। মাঠে তার উপস্থিতি... তার ব্যাট কথা বলছে, তিনি ভালো ছন্দে ছিলেন। আমরা তাকে মিস করলাম। আমাদের আশা ছিল, তিনি হয়তো এই টুর্নামেন্ট খেলবেন।’ লিপু বলেন, ‘এটা (অবসর) তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই। বাংলাদেশ ক্রিকেটের তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। তাকে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট মিস করবে। তিনি দলে থাকলে আমার মনে হয় দল অনেক উপকৃত হতো। বিশেষ করে টপ-অর্ডার অনেক উপকৃত হতো।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status