খেলা
দীর্ঘদিন পর ভারত দলে ফিরলেন শামি
স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, সোমবার
ঘরের মাঠে শেষ ওয়ানডে বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিটা গায়ে চাপানো হয়নি ভারতীয় পেসার মোহাম্মদ শামির। আগামী ২২শে জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। শনিবার সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে দলে ফিরে ১৪ মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন শামি। তবে এখনও ঘোষণা করা হয়নি সিরিজের ওয়ানডে স্কোয়াড। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ওয়ানডের মত চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলও এখন পর্যন্ত ঘোষণা করেনি দলটি। টুর্নামেন্টের ১৫ সদস্যের স্কোয়াড জানানোর শেষ সময় সোমবার। তবে ভারতের সংবাদমাধ্যমে জানানো হয়েছে, আসন্ন আইসিসি ইভেন্টের দল জানাতে দেরি হবে ভারতের। এ কারণে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে সময় বাড়ানোর আবেদন করেছে দলটি। ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর ভারতের হয়ে আর খেলা হয়নি শামির। টুর্নামেন্টের পর অ্যাঙ্কেলের অস্ত্রোপচার করিয়েছেন। হাঁটুর সমস্যাও ভুগিয়েছে এই পেসারকে। চোটে পড়ে ছিটকে যাবার আগে বিশ্বকাপে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়া সফরেই শামিকে দলে ফেরানো নিয়ে ভারতীয় ক্রিকেটে আলোচনার ঝড় উঠেছিল। কিন্তু পুরোপুরিভাবে সুস্থ হবার আগে তার ঝুঁকি বাড়াতে চায়নি নির্বাচকরা। চোটের কারণে টি-টোয়েন্টি দলে নেই পেসার যশপ্রিত বুমরাহ। বোর্ডার-গাভাস্কার ট্রফির সিডনি টেস্ট চলাকালীন পিঠের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ভারতীয় এই বোলার। দলে নেই গত বছরের জুলাইয়ে ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্তও। বিশ্রাম দেয়া হয়েছে যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলকেও। চলতি মাসের ২২ তারিখে কলকাতায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের চার ম্যাচ যথাক্রমে ২৫, ২৮, ৩১শে জানুয়ারি ও ২রা ফেব্রুয়ারি। ভেন্যু যথাক্রমে চেন্নাই, রাজকোট, পুনে ও মুম্বাই। এই সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে ভারত ও ইংল্যান্ড। তবে তার স্কোয়াড এখনও ঘোষণা করেনি ভারত। ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ৬, ৯ ও ১২ই ফেব্রুয়ারি।
ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নিতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল।