বিনোদন
যে উপহারে আপ্লুত ভাবনা
স্টাফ রিপোর্টার
১৩ জানুয়ারি ২০২৫, সোমবার
সামাজিক মাধ্যমে বেশ সরব ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। মাঝে মাঝে নিজেকে সাহসী অবতারে ধরা দিয়ে বিতর্কের মুখে পড়েন। এবার তার একটি পোস্ট চমকে দিয়েছে সবাইকে। এতে দেখা যায়, ভাবনার একটি স্কেচ! ভাবনা লিখেন, ছবিটি এঁকেছেন চঞ্চল চৌধুরী। পছন্দের শিল্পীর কাছ থেকে এমন উপহার পাওয়া সৌভাগ্যের। অনেক কৃতজ্ঞতা দাদা। চঞ্চলের দেয়া উপহারে অত্যন্ত আপ্লুত ভাবনা।