খেলা
সিটির বিপক্ষে ৮ গোল হজম মানতে পারছেন না সালফোর্ড কোচ
স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, সোমবার
ইংলিশ প্রিমিয়ার লীগে ধুঁকতে থাকা ম্যানচেস্টার সিটি দাপুটে চেহারা দেখালো এফএ কাপে। তৃতীয় রাউন্ডে ঘরের মাঠে সালফোর্ড সিটিকে ৮-০ গোলে উড়িয়ে দিলো সিটিজেনরা। আর এক ম্যাচেই এত গোল হজম করে হতাশ সালফোর্ড কোচ কার্ল রবিনসন। সালফোর্ড সিটিকে ম্যানচেস্টার ইউনাইটেডের আরেক রূপ বলেই চালিয়ে দেয়া যায়। রেড ডেভিলদের সাবেক খেলোয়াড়েরাই দলটির মালিক এবং ফুটবল ডিরেক্টরও। নিকি বাট, রায়ান গিগস, গ্যারি নেভিল, ফিল নেভিল, পল স্কোলস ও ডেভিড বেকহ্যামÑ প্রত্যেকের কাছেই রয়েছে দলটির ১০ শতাংশ মালিকানা। এদিন মাঠে বসে খেলা দেখেছেন স্কোলস ও নিকি। টেকনিক্যাল এরিয়ায় ফুটবল ডিরেক্টর হিসাবে ছিলেন রায়ান গিগস। শনিবার সিটি অব ম্যানচেস্টার স্টেডিয়ামে প্রতিপক্ষের জালে ২০টি শট নেয় স্বাগতিকরা। যার ১০টি ছিল লক্ষ্যে এবং ৮বারই বল জড়িয়েছে জালে। অন্যদিকে সিটির গোলবারের দিকে ১০টি শটের মধ্যে ২টি লক্ষ্যে রাখতে পারে সফরকারীরা। এর আগে নিজেদের শেষ ৬ ম্যাচে একটিও গোল হজম করেনি সালফোর্ড। তাই এদিন এক ম্যাচেই ৮ গোলে বিধ্বস্ত হয়ে হতাশ দলের কোচ কার্ল জোসেফ রবিনসন। ম্যাচশেষে তিনি বলেন, ‘আমি
তো খেলোয়াড়দের বলেছি যে, কেউ যদি আমাকে সাত ম্যাচে আট গোল হজম করতে বলতো, আমি সেটার পক্ষে থাকতাম। তবে এক ম্যাচেই ৮ গোলের ব্যাপারটা মানতে পারছি না।’ এদিন তিনি সিটি কোচ পেপ গার্দিওলাকে প্রশংসায় ভাসিয়ে বলেন, ‘ম্যানচেস্টার সিটির পেপ কখনও কাউকে অসম্মান করে না। তারা কেনো সিটি, কেনো তারা এই পর্যায়ে, আজ দেখিয়েছে।’ ম্যাচের অষ্টম মিনিটে পোস্টে বল লাগিয়ে দলকে এগিয়ে নেন জেরিমি ডকু। ২০তম মিনিটে ডান প্রান্ত থেকে সাভিনিওর সুন্দর পাসে ফাঁকা গোলপোস্ট পেয়ে যান ডিভিন মুবামা। ট্যাপ ইনে দলের গোল ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের ৪৩ মিনিটে প্রতিপক্ষ দলের ডিফেন্ডারের দুপায়ের মাঝ দিয়ে বল জালে জড়ান নিকো রাইলি। ৩-০ গোলে বিরতিতে যায় দু’দল। মাঠে নেমে তিন মিনিটেই পেনাল্টি পেয়ে যায় সিটিজেনরা। স্পট কিক থেকে দলের চতুর্থ গোল করেন জ্যাক গ্রিলিশ।
ম্যাচের ৬১ মিনিটে মাঠের ডান প্রান্ত থেকে ডকুর ক্রস থেকে গোল করেন জেমস ম্যাকাটি। এর পরের দুই গোলও এই ইংলিশ ম্যানের। শেষ দুই মৌসুমে শেফিল্ডে লোনে ছিলেন ম্যাকাটি। দলে ফিরে করলেন ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক। পরের গোল দুটি করেন ম্যাচের ৭১ ও ৮১ মিনিটে। ৮-০ স্কোরলাইনে বড় জয় তুলে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা।