ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

রাজনীতি

ক্লিনিক থেকেই দেশবাসীর কথা জানতে চাইলেন খালেদা জিয়া

আরিফ মাহফুজ, লন্ডন থেকে

(১ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৫, রবিবার, ৮:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:০৮ অপরাহ্ন

mzamin

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা চলছে লন্ডনের ‘দ্য লন্ডন ক্লিনিকে’। বাংলাদেশের চিকিৎসক দল খালেদা জিয়ার পাশে যেমন রয়েছেন, ঠিক তেমনি পরিবারের সদস্যরাও তার পাশে থাকছেন সার্বক্ষণিক। আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছেন বিএনপির চেয়ারপার্সন। এই সময় বাংলাদেশ থেকে সস্ত্রীক খালেদা জিয়াকে দেখতে এলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার খালেদা জিয়ার সঙ্গে ক্লিনিকে সাক্ষাৎ করেন দলের এই স্থায়ী কমিটির সদস্য।  

সাক্ষাৎ শেষে মির্জা আব্বাস তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘গত১৭ বছর বেগম খালেদা জিয়া বাংলাদেশে কোনো চিকিৎসা পাননি, আগে যদি চিকিৎসা পেতেন আরো অনেকটাই ভালো হতো। তবে সেই চিকিৎসার সৌভাগ্য বেগম জিয়ার হয়নি। এক কথায় আওয়ামী খুনি সরকার বেগম জিয়াকে খুব অসময়ে অসুস্থ করে ফেলেছে। একটা মানুষ যতটা সুস্থ থাকা দরকার ইচ্ছাকৃতভাবে তাকে সুস্থ থাকতে দেয়া হয়নি। বেগম জিয়াকে একসময় বাজে ভাষায় বলা হত মরি মরি করে মরছে না কেন?

মির্জা আব্বাস আরো বলেন, ‘হাসপাতাল ছাড়ার মতো না হলেও এখন অনেকটাই সুস্থ আছেন খালেদা জিয়া। অসুস্থ অবস্থায় বিদেশের মাটিতে থাকলেও হাসপাতালে থেকেই দেশের বর্তমান পরিস্থিতি ও দেশের মানুষের কথা জানতে চেয়েছেন বিএনপির চেয়ারপারসন।

এ সময় দুঃখ প্রকাশ করে আব্বাস বলেন, ‘বেগম জিয়া এক ছেলেকে হারিয়েছেন, এটা অত্যন্ত দুৰ্ভাগ্যজনক। তবে এখন পরিবারের সবাইকে নিয়ে খুশি আছেন, সবাই তাকে সময় দিচ্ছেন। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির এই নেতা।’

এ সময় খালেদা জিয়াকে নিয়ে কথা বলেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, ‘বেগম জিয়া সবসময় মানসিকভাবে অনেক শক্তিশালী। এতো চাপের মধ্যে থেকেও মানসিক শক্তি দিয়ে টিকে আছেন, অন্য কেউ হলে হয়তো এতোদিনে শেষ হয়ে যেতেন। আশা করি তিনি সুস্থ হয়ে নিজের দেশে ফিরে গণতন্ত্রের হাল ধরবেন। তবে হাসপাতালে থেকে কোনো রাজনৈতিক আলাপ করেননি, দলের সবাই কেমন আছেন তা জানতে চেয়েছেন বেগম জিয়া।’

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status