ঢাকা, ১৩ জুলাই ২০২৫, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

দেশ ও জাতির জন্য মাদক বিপজ্জনক: মাসুক

মাদারীপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, রবিবার

দেশ ও জাতির জন্য মাদক ভয়াবহ বিপজ্জনক, পার্শ্ববর্তী দেশ থেকে ফেনসিডিল ইয়াবা এসে আমাদের যুবসমাজকে ধ্বংস করে দিয়েছে, এই বিপদগামী যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে খেলাধুলার আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাসুক। শুক্রবার রাতে কালকিনি উপজেলার সাহেরামপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে সাহেরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে শহীদ জিয়া স্মৃতি নাইট সট- পিচ ক্রিকেট টুর্নামেন্ট সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় সাহেরামপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক তারা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান পলাশ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবিএম মাহমুদ আলম সরদার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য হুমায়ুন কবির সিপন, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, কালকিনি উপজেলা বিএনপি’র আহ্বায়ক মিজানুর রহমান বেপারী, সদস্য সচিব এডভোকেট মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিএনপি নেতার পরকীয়া/ রাতভর গাছে বেঁধে রাখার পর বিয়ের সিদ্ধান্ত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status