বাংলারজমিন
‘মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য নীতির পরিবর্তন করতে হবে’
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, রবিবারবাংলাদেশ স্বাধীনতার ৫৩ বছর হয়ে গেছে। বাংলাদেশে ৫৩ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে সবাই মুসলিম ছিল। এ দেশের ৯৩ ভাগ মানুষ মুসলমান। মুসলমান দেশে মুসলাম রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব ছিল কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। কিন্তু ৫৩ বছরের বাংলাদেশে কোরআনের একটি আইনও এদেশে কায়েম করেনি। ভোলাহাট উপজেলার একটি ওয়ার্ড সমাবেশে এসব কথা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিনাজুর রহমান।
ড. মিনাজুর রহমান বলেন, ‘বাংলাদেশে সরকারের পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে কিন্তু এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দেশ এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।’
রাসুল (সা.) এর মদিনার রাষ্ট্র পরিচালনার উদহারণ দিয়ে জামায়াতের এমপি প্রার্থী বলেন, ‘রাসুল (সা.) মক্কা থেকে মদিনাতে গিয়ে যে নীতির বলে মদিনাতে সুন্দর একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন সেটা দিয়ে যদি আমরা বাংলাদেশকে পরিচালনা করতে পারি তাহলেই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। আমরা সেই নীতিতেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। এ কাজে আপনাদের সকলকে ভূমিকা রাখতে হবে।’
তিনি বলেন, ‘রাসুল (সা.) ১০টি বছর মদিনাতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তাতে মানুষের সব অভাব দূর হয়ে গিয়েছিল। সে রাষ্ট্রে যাকাত গ্রহণ করার জন্য একটা লোক খুঁজে পাওয়া যেত না। চুরি ডাকাতি বন্ধ হয়ে গেয়েছিল। সুতরাং, দলের পরিবর্তন ও নেতার পরিবর্তন করলেই শুধু দেশের পরিবর্তন হবে না। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে নীতির পরিবর্তন করতে হবে। রাসুল (সা.) যে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন জামায়াতে ইসলামী সে আলোকে এদেশে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়।’
উপজেলার দলদলী ইউনিয়নের ১নং ওয়ার্ড সভাপতি প্রভাষক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে দেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. গোলাম কবির গোলাম, উপজেলা জামায়াতের আমির মাও. মো. শামসুজ্জামান আলকাশ, সেক্রেটারি মো. আনোয়ারুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলীসহ অন্যরা।