বিশ্বজমিন
জুলাইয়ে কলম্বোতে খাদ্যে মূল্যস্ফীতি শতকরা ৯১ ভাগ
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১ আগস্ট ২০২২, সোমবার, ৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৫২ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে শতকরা প্রায় ৬১ ভাগ। খাদ্যে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি। এই হার শতকরা প্রায় ৯১ ভাগ। অর্থাৎ ১০০ টাকার খাবারের দাম এখন দুইশ’ টাকা ছুঁই ছুঁই। কলম্বো কনজুমার প্রাইস ইনডেক্স (সিসিপিআই) পরিমাপ করা হয়েছে বছর থেকে বছরে (ওয়াই-ট-ওয়াই)। এতে যে পরিমাণ মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি ঘটেছে তাতে শ্রীলঙ্কার মানুষ আরও গরিব হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের কোনো ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর।
এক মাস আগে জুনে দেশটির রাজধানী কলম্বোতে মুদ্রাস্ফীতি ছিল ৫৪.৬ ভাগ। জুলাইয়ে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬০.৮ ভাগ। এক্ষেত্রে জুনে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৮০.১ ভাগ।