ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

যুবদল নেতাকে গ্রেপ্তারের পর থানায় হামলা, এক্সপ্রেসওয়ে অবরোধ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, রবিবারmzamin

 শ্রীনগর থানা থেকে মামলার এজাহার নামীয় আসামি এক যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় উপজেলা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ২শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার বিকালে শ্রীনগর থানায় মামলাটি রেকর্ড করা হয়। এদিকে আসামি ছিনিয়ে নেয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লকেড করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার উভয় প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। শনিবার দুপুর ১২টার দিকে প্রায় ঘণ্টাব্যাপী ধলেশ্বরী টোল প্লাজায় এ ব্লকেড করে শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে রোড ব্লকেড উঠিয়ে নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
জানা গেছে, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. তারিকুল ইসলামকে শুক্রবার সন্ধ্যায় শ্রীনগর ধাইসার এলাকা থেকে শ্রীনগর থানা পুলিশ গ্রেপ্তার করে। একটি মারামারির ঘটনায় আদালতের নির্দেশে গত ১৯শে নভেম্বর তারিকুলের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলাটি রেকর্ড করা হয়। যুবদলের সদস্য তারিকুলকে গ্রেপ্তারের খবর শুনে শুক্রবার রাত ৯টার দিকে শ্রীনগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী থানায় ছুটে আসে। তারা তারিকুলকে ছেড়ে দেয়ার জন্য শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরীর ওপর চাপ প্রয়োগ করতে থাকে এবং নানা রকম সেøাগান শুরু করে। পরবর্তীতে রাত সোয়া ১০টার দিকে তারা থানার সেকেন্ড অফিসারের কক্ষ ভাঙচুর করে এবং পুলিশকে মারধর করে জিয়ার সৈনিক সেøাগান দিয়ে তারিকুলকে থানা থেকে ছিনিয়ে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলাব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে দু’টি গাড়িতে করে সেনা সদস্যরা শ্রীনগর থানায় এসে পুলিশের সঙ্গে সহযোগী ভূমিকায় অবতীর্ণ হয়ে আসামি তারিকুলকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। তবে আসামি তারিকুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরদিন (গতকাল শনিবার) শ্রীনগর থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মাসুদ রানা, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, বিএনপি নেতা আশরাফ হোসেন মিলন, জহিরুল ইসলাম মামুনসহ এজাহারে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৬০/১৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 
শ্রীনগর থানার ওসি কাইয়ূম উদ্দিন চৌধুরী বলেন, আদালতের নির্দেশে যুবদল নেতা তারিকুল ইসলামের বিরুদ্ধে প্রায় দেড় মাস আগে শ্রীনগর থানায় মামলা রেকর্ড করা হয়। শুক্রবার তাকে গ্রেপ্তারের পর থেকেই তদবিরসহ নানা রকম চাপ প্রয়োগ শুরু হয়। রাত ৯টার দিকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা থানায় এসে সেøাগান শুরু করে। এ সময় থানায় উপস্থিত মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহামন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তারিকুল মামলার আসামি, তাই তাকে কোনোভাবেই ছেড়ে দেয়ার সুযোগ নেই। পরবর্তীতে তারা থানায় ভাঙচুর ও পুলিশদের মারধর করে আসামি তারিকুলকে ছিনিয়ে নেয়। এই ঘটনায় শ্রীনগর থানার ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তিনি আরও জানান, ছিনিয়ে নেয়া আসামি তারিকুলের বিরুদ্ধে আরও দু’টি মাদক মামলা রয়েছে। তারিকুলসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপরদিকে উপজেলা বিএনপি’র সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, কোনো ব্যক্তি দলীয় পরিচয়ে কোনো অপকর্ম করলে তার দায়ভার শ্রীনগর উপজেলা বিএনপি বহন করবে না। তারা আরও বলেন, অনাকাক্সিক্ষত এই ঘটনাটি আসামির ব্যক্তিগত এবং যারা থানায় গিয়েছে তারাও তাদের ব্যক্তিগত পরিচয়ে গিয়েছে। উপজেলা বিএনপি তদন্তপূর্বক দোষীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। এদিকে ছিনিয়ে নেয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status