ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

পটুয়াখালীতে ইমামকে লাঞ্ছিত করার প্রতিবাদ জমিয়ত নেতাদের

পটুয়াখালী প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, রবিবারmzamin

পটুয়াখালী জেলা শহরের হেতালিয়া বাঁধঘাটস্থ জেলা মার্কাজ মসজিদের ইমাম ও জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মো. সাইদুল ইসলামের উপর সা’দপন্থিদের বর্বর হামলার  প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায় ইসলামের নেতারা। শনিবার সকাল ১১টায় পটুয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ওলামা মাশায়েক, ইমাম পরিষদ ও তৌহিদী জনতার পক্ষে জেলা জমিয়তে উলামায় ইসলাম এর সভাপতি ও জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদরাসার মহা- পরিচালক মাওলানা আব্দুল হক কাওসারী। তিনি বলেছেন, ১০ই জানুয়ারি শুক্রবার জেলা মার্কাজ মসজিদে ইমাম মাওলানা সাইদুল ইসলাম  প্রতিদিনের ন্যায়  আসর নামাজ পড়ানোর পর মেহরাব থেকে বের হওয়ার সময় আল আমিনসহ কয়েকজন সা’দপন্থী ইমামকে মারধর করে শারীরিকভাবে হেনস্থা ও লাঞ্ছিত করে। এ সময় মুসল্লিগণ ইমামকে উদ্ধার করার জন্য এগিয়ে গেলে তারাও হামলার শিকার হন। এতে মার্কাজ মসজিদ এলাকার মুসল্লি ও জেলার সকল ইমাম, ওলামা মাশায়েকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয় এবং উত্তিজিত মুসল্লিরা তাৎক্ষণিক সন্ত্রাসীদের বিচার দাবিতে মহাসড়ক অবরোধের উদ্যোগ নেয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অনুরোধে শীর্ষস্থানীয় ওলামায় কেরাম মধ্যস্থতা করে উত্তিজিত মুসুল্লিদের দোষীদেরকে যথাযথ বিচারের আশ্বাস দিয়ে সা’দপন্থীদের তাৎক্ষণিক মার্কাজ মসজিদ থেকে বের করার শর্তে মহাসড়ক অবরোধ থেকে বিরত করা হয়।  সংবাদ সম্মেলনে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার না হলে মহাসড়ক অবরোধ করার হুঁশিয়ারি করেন আব্দুল হক কাওসারী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সা’দপন্থী সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত ইমাম মাওলানা মো. সাইদুল ইসলাম, কওমি মাদরাসা বোর্ড পটুয়াখালীর সভাপতি মাওলানা আবুল কাসেম, জেলা জমিয়তে উলামায় ইসলাম’র সিনিয়র সহ- সভাপতি মাওঃ মোতাহার উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মো. আবু বক্কর, সাধারন সম্পাদক মাওলানা মো. ওবায়দুল্লাহ ফারুক, সদস্য মাওলানা আবু তাহের, প্রফেসর মো. জহিরুল ইসলাম, মুফতি মুজিবুর রহমান,  মো. সাব্বির আহমদ প্রমুখ ওলামা মাশায়েক।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status