বাংলারজমিন
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক গ্রেপ্তার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, রবিবারঢাকার কেরানীগঞ্জে বন্ধুকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ঘাতক বন্ধু মো. আল-আমিনকে তিন মাস পরে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ সোহরাব হোসাইন গতকাল দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত আল-আমিন নারায়ণ পট্টি গ্রামের ধানু মিয়ার ছেলে। প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, ১০ই অক্টোবর রাতে কলাতিয়া ইউনিয়নের বেলনা স্লুইস গেট নিশান বাড়ি রোডে অটোচালক রকি (২৪) কে হত্যা করে গলায় গামছা পেঁচিয়ে তার লাশটি একটি আম গাছে ঝুলিয়ে রাখে আল-আমিন ওরফে বাহাদুর (২৮)। পরে ঘাতক আল-আমিন তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে দীর্ঘ তিন মাস পর কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকৃত অটোরিকশাটি রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।