ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

সরকার গরিব মানুষের কল্যাণে একটা কাজও করেনি: মান্না

স্টাফ রিপোর্টার
১২ জানুয়ারি ২০২৫, রবিবারmzamin

অন্তর্বর্তীকালীন সরকার গরিব মানুষের কল্যাণে একটা কাজও করেনি বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে ‘টিসিবি’র ট্রাকসেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল এবং শতাধিক পণ্যে শুল্ককর বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে’ এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে মাহমুদুর রহমান মান্না বলেন, আইএমএফ বাংলাদেশকে ৬৭০ কোটি ডলার দিবে। টাকা দেয়ার বদলে তারা ১০০টা দ্রব্যের উপরে ভ্যাট-ট্যাক্স বাড়াতে বলেছে। আপনি ভালো লোক। আপনি আরও ভালো থাকেন। আমরা আপনাকে তো অসম্মান করছি না। কিন্তু আমার পেটে যদি ক্ষুধায় আগুন জ্বলে তাহলে আমি বলবো, আপনি এ সমস্ত ট্যাক্স কেন তুলে দিয়েছেন। কাজের কাজ এখনো কী করতে পেরেছেন? তিনি বলেন, সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না। আগের দিনে দেখেছি, চোর পালাতে পারে না। আর এখন চোরের সরদার যারা তারা পালিয়ে যায়। যারা লুটপাট করেছে, তাদের কাউকে ধরার মতো বাস্তব কাজ সরকার করতে পারেনি। মান্না বলেন, আমার দল ক্ষমতায় যাবে না। কিন্তু তারপরও ভোট চাই। গণতন্ত্রের জন্য ভোট চাই। বিএনপি বড় দল, ওদের ক্ষমতার মুনমুনি থাকতেই পারে। চাইবেই তো। তারা তো কষ্ট স্বীকার করেছে। বিএনপি যদি রোডম্যাপের কথা বলে, তাহলে রোডম্যাপ দেবেন। তিনি বলেন, সরকার ১৫টা কমিশন গঠন করেছে। এখন পর্যন্ত কোনো কমিশন রিপোর্ট দেয়নি। কথা ছিল ডিসেম্বর মাসে দেবে। তারা বলেছে জানুয়ারিতে দেবে। জানুয়ারিরও অর্ধেক চলে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status