বাংলারজমিন
বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সিআইপি জাকির হোসেনের সাক্ষাৎ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, রবিবারদাউদকান্দির বিশিষ্ট সমাজসেবক ও আরব আমিরাতস্থ দুবাই প্রবাসী ব্যবসায়ী সিআইপি মো. জাকির হোসেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সাক্ষাতে জাকির হোসেন নতুন রাষ্ট্রদূতের সঙ্গে আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের সেখানকার বাংলাদেশী দূতাবাস কেন্দ্রিক বিভিন্ন সেবাদানের বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দীর্ঘ দশ-বারো বছর ধরে বন্ধ হয়ে থাকা আরব আমিরাতের ওয়ার্ক পারমিট ভিসা পুনরায় চালু করার ব্যাপারে রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। জানা যায়, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের জন্য আরব আমিরাতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বৈধভাবে সেখানে কাজ করার সুযোগ থাকলেও বাংলাদেশের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত গত ১০-১২ বছর ধরে। বিগত আওয়ামী সরকারের আমল থেকেই এই ওয়ার্ক পারমিট ভিসার জটিলতা চলে আসছে। যার জন্য বাংলাদেশ আজ বঞ্চিত হচ্ছে বড়ো অঙ্কের রেমিট্যান্স থেকেও। অন্যদিকে দক্ষিণ এশিয়াস্থ বিভিন্ন দেশের (ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ) মানুষ তাদের বৈধ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ বিভিন্ন অঞ্চলে কাজ করে তাদের স্ব স্ব দেশের রিজার্ভে রেমিট্যান্স পাঠিয়ে অবদান রেখে আসছে। অন্যদিকে বাংলাদেশের মানুষের জন্য ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ থাকায় রেমিট্যান্স থেকে বঞ্চিত হচ্ছে দেশ। তাই ভিসা জটিলতার সমাধান কল্পেই আরব আমিরাতস্থ দুবাইয়ের প্রবাসী ব্যবসায়ী সিআইপি জাকির হোসেন রাষ্ট্রদূত তারেক আহমেদ শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ নিয়ে আলোচন করেন। নবনিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত তারেক শামীম সিআইপি জাকির হোসেনের কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। এবং তিনি তার দায়িত্ব পালনকালে চলমান ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশ্বাস দেন। সাথে তিনি এখানকার (আরব আমিরাত) ওয়ার্ক পারমিটের ভিসা জটিলতার সমাধান কল্পে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপও করবেন বলে জানান।