বাংলারজমিন
মানুষের ভোটের অধিকার হরণ করেছে আওয়ামী লীগ: রহমাতুল্লাহ
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৭:৫২ অপরাহ্ন
ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হরণ ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। আজ (১১ জানুয়ারি) সকাল ১১টায় বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদের সম্মুখে জাগুয়া ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ একইসাথে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। এসময় আবু নাসের বলেন, দীর্ঘ বছর ধরে আওয়ামী লীগ দেশজুড়ে রাম-রাজত্ব কায়েম করেছে। সব জায়গায় অনিয়ম ও দুর্নীতি ও লুটপাটের মধ্য দিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিল। সাধারণ মানুষের ভোটের অধিকার হরণ করেছে। মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোটচুরির মধ্য দিয়ে বারবার সরকার গঠন করেছে। যারা জনগণের ভোটে নির্বাচিতই হয়নি তারা কিভাবে আবার জনগণের সেবা করবে। তাদের দ্বারা অনিয়ম এ নিজেদের আখের গোছানোর পরিকল্পনা ছাড়া জাতিকে তারা কিছুই দিতে পারিনি।
কোণঠাসা করে রেখেছে জনমুখী ও জনপ্রিয় জাতীয়তাবাদী দল বিএনপিকে। রাজনীতি কিংবা নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি। হামলা -মামলাসহ নানাভাবে বিএনপি’র কর্মীদের নিপীড়ন চালিয়েছে। ঘরছাড়া করেছে হাজার হাজার নেতাকর্মীদের। মিথ্যা সাজানো মামলা দিয়ে কারাভোগের শিকার হতে হয়েছে।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী নির্বাচনে যাকেই ধানের শীষ প্রতীক দেয়া হবে তাকে বিজয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাগুয়া ইউনিয়ন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোফাজ্জেল হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শত শত মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাগুয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মনিরুজ্জামান জামাল।