বাংলারজমিন
ইউরোপে পাঠানোর নামে নবীগঞ্জে দুই সহোদরের প্রতারণা
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
১২ জানুয়ারি ২০২৫, রবিবারনবীগঞ্জে প্রতারণার আশ্রয় নিয়ে ইউরোপ পাঠানোর নামে আলিশান বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা আবুল ও সবুজের বিরুদ্ধে। এ নিয়ে তোলপাড় চলছে। যুবলীগ নেতা আবুল ও তার সহোদর সবুজ মিয়ার বিরুদ্ধে আদম ব্যবসায় অভিনব প্রতারণার অভিযোগ উঠেছে। বৈধ উপায়ে তাদের নির্দিষ্ট কোনো ব্যবসাও নেই। তবে কোটি টাকার আলিশান বাড়ি নির্মাণ করে আলোচনায় এসেছে আলোচিত দুই সহোদর। ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর যুবলীগ থেকে খোলস পাল্টে এখন বিএনপি, যুবদল কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে তাদের সঙ্গে বিএনপি ও যুবদলের সংশ্লিষ্টতা নেই মর্মে নিশ্চিত করেন ওই সংগঠনের নেতৃবৃন্দ। যুবলীগের রাজনীতিতে সক্রিয় দুই সহোদর গত ২০১৮ সালে নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের নিরীহ একটি পরিবারের কাছে ডিবি পুলিশ পরিচয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এই ঘটনায় তৎকালীন হবিগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।
এ ছাড়াও বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে জাল ভিসা ও বিমানের টিকিট দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, সম্প্রতি উপজেলার গজনাইপুর ইউনিয়নের ৪ যুবককে মালদ্বীপ পাঠানোর কথা বলে জাল ভিসা দেয় সবুজ। এ সময় তাদের প্রত্যেকের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা নেয়া হয়। ভুক্তভোগী জিলডার হোসেন ও খয়ের মিয়া বলেন, মানব পাচারকারী যুবলীগ নেতা সবুজ মিয়া তাদের নিয়ে ইন্ডিয়া হয়ে নেপাল যান।
পরবর্তীতে মালদ্বীপে গেলে ইমিগ্রেশন পুলিশ তাদের আটকে দেয়। আটকের পর তাদের এয়ারপোর্ট থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। অপরদিকে, উপজেলার বিজনা নদী নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ পিতা জাহির আলী হত্যার অভিযোগ রয়েছে আবুল ও তার সহোদরদের বিরুদ্ধে। এনিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক আইনগাঁও নামক স্থানে মানববন্ধন করেন এলাকাবাসী। স্থানীয় সূত্র জানায়, যুবলীগ নেতা আবুল মিয়া এবং তার সহোদর সবুজ মিয়া গং বাঁশডর দেবপাড়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। ক্ষমতাসীন আওয়ামী লীগের দাপট দেখিয়ে নিরীহ মানুষদের হয়রানি করাসহ মামলাবাজি ছিল তাদের মূল কাজ। অদৃশ্য একটি শক্তি আবুল-সবুজের পেছনে রয়েছে। সম্প্রতি আবুল গং কর্তৃক ৫ তলা আলিশান বাড়ি নির্মাণ শুরু হওয়ায় ফের আলোচনায় আসে দুই ভাই। এ নিয়ে উপজেলা বিএনপি, যুবদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ বলেন, আদম ব্যবসায়ী আবুল ও সবুজ মিয়া আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। তাদের বিরুদ্ধে ৫ই আগস্টের আগে ছাত্র-জনতা আন্দোলনে বাস-ট্রাক ভর্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়ার অভিযোগ রয়েছে। অভিযুক্তদের বিত্তশালী হয়ে ওঠার নেপথ্যের উৎস খতিয়ে দেখার দাবি জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।