ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

অনলাইন

৮ লাখেরও বেশি অভিবাসীদের জন্য অস্থায়ী সুরক্ষা বাড়িয়েছেন বাইডেন

মানবজমিন ডিজিটাল

(২ সপ্তাহ আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ১২:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রায় ২ লাখ ৩০ হাজার সালভাদোরান এবং ৬ লাখ ভেনেজুয়েলানদের জন্য অস্থায়ী মানবিক সুরক্ষা বাড়িয়েছে বাইডেন প্রশাসন। গোষ্ঠীগুলোকে আগত ট্রাম্প প্রশাসন থেকে রক্ষা করার প্রয়াসে এই পদক্ষেপ বলে জানা গেছে, যারা তাদের নির্বাসনের পরিকল্পনা নিয়েছে। প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের মেয়াদের শেষের দিনগুলোতে এই সিদ্ধান্তটি নেয়া হয় যখন অভিবাসী আইনজীবী এবং আইন প্রণেতারা হোমল্যান্ড সিকিউরিটি অধিদপ্তরকে অভিবাসীদের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টিপিএস) বাড়ানোর জন্য অনুরোধ করেন। অভিবাসীদের দুর্যোগ বা সংঘাতে নিমজ্জিত দেশগুলোতে নির্বাসিত করার হাত থেকে রক্ষা করার জন্য এই প্রয়াস। 

এল সালভাদরের পরিবেশগত অবস্থা উল্লেখ করে বলা হয়েছে সেখানে সাম্প্রতিক সময়ে চরম আবহাওয়ার ঘটনাগুলো ব্যক্তিদের দেশে ফেরার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে দেশটি যে গুরুতর মানবিক জরুরি অবস্থার মুখোমুখি হচ্ছে তার প্রেক্ষিতে এজেন্সি ভেনেজুয়েলানদের জন্য সুরক্ষা বাড়িয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারাকাসে তৃতীয় মেয়াদে শপথ নেওয়ার সময় ঘোষণাটি এসেছে।  

জালিয়াতিপূর্ণ নির্বাচনে জয়লাভ করে দেশকে ক্রমবর্ধমান দমনমূলক দিকে নেতৃত্ব দেয়ার জন্য ব্যাপকভাবে দেশীয় ও আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছেন   নিকোলাস। যুক্তরাষ্ট্র মাদুরোর গ্রেপ্তারের জন্য ৬৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে এবং আন্তর্জাতিক মাদক-পাচারের অভিযোগে তার দুই ঘনিষ্ঠ মিত্রদের গ্রেপ্তার করেছে। ভেনেজুয়েলা, হাইতি, হন্ডুরাস, নিকারাগুয়া, আফগানিস্তান, সুদান এবং লেবাননের লোকজন সহ ১৭ টি দেশের প্রায় এক মিলিয়ন অভিবাসী টিপিএস দ্বারা সুরক্ষিত। 

মধ্য আমেরিকার দেশটিতে ভূমিকম্পের পর ২০০১ সালে টিপিএস -এর অধীনে  সালভাডোরানরা সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছেন। টিপিএস অভিবাসীদের দেশে থাকার আইনি সুযোগ দেয় কিন্তু দীর্ঘমেয়াদী নাগরিকত্ব প্রদান করে না। তাদের অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেলে সরকার কর্তৃক পুনর্নবীকরণের উপর নির্ভর করে। 

ডনাল্ড ট্রাম্প এবং ভাইস-প্রেসিডেন্ট-নির্বাচিত জেডি ভ্যান্স তাদের নির্বাচনী প্রচারণার সময় পরামর্শ দিয়েছিলেন যে তারা টিপিএস এবং অস্থায়ী মর্যাদা প্রদানকারী নীতিগুলোর ব্যবহার কমিয়ে আনবেন কারণ তারা গণ-নির্বাসনের প্রচারণার প্রতিশ্রুতি অনুসরণ করেছিলেন। 

২০২২ সালের মার্চ মাসে এল সালভাদরের গ্যাং ঘন্টায় ৬২ জনকে হত্যা করেছিল, এরপর  থেকে  কংগ্রেসকে কিছু সাংবিধানিক অধিকার স্থগিত করে আরও পুলিশী ক্ষমতা প্রদানের জন্য   প্ররোচিত করেছিল। তারপর থেকে ৮৩ হাজারেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগকে যথাযথ প্রক্রিয়া ছাড়াই কারাগারে পাঠানো হয়েছে।

২০১৫ সালে, এল সালভাদরে ৬৬৫৬টি হত্যাকাণ্ড ঘটেছে, যা এটিকে বিশ্বের সবচেয়ে মারাত্মক দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে। জোসে পালমার ৪৮ বছর বয়সী এই সালভাদোরান যিনি ১৯৯৮ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, বাইডেন কর্তৃক অস্থায়ী সুরক্ষা এক্সটেনশনের অর্থ হল তিনি এখনও হিউস্টনে আইনিভাবে বসবাস  করতে পারবেন।

 অস্থায়ী মর্যাদা সহ তিনি তার পরিবারের একমাত্র ব্যক্তি; তার চার সন্তানের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে এবং তারা সেখানে নাগরিক। তার স্ত্রী যুক্তরাষ্ট্রের  স্থায়ী বাসিন্দা। টিপিএস বাড়ানো না হলে তাকে হয়তো  নির্বাসিত করা হতো ।

সূত্র : দ্য গার্ডিয়ান

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status