ভারত
দিল্লির ভোটে বাংলাদেশি ভোটারের উপস্থিতি নিয়ে সরগরম রাজনীতি
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩৫ অপরাহ্ন
দিল্লি বিধানসভার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশের পর থেকে রাজধানীর রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোট। ফল প্রকাশ হবে ৮ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই অভিযোগ ও পাল্টা অভিযোগে ভোট প্রচার শুরুতেই সোরগোল ফেলে দিয়েছে। ভোটার তালিকায় জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করেছে শাসক আম আদমি পার্টি (আপ)। পাল্টা আপের বিরুদ্ধে অভিযোগ এনে সোচ্চার হয়েছে বিজেপি। আর এই অভিযোগের সূত্রে অবৈধ বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেছে বিজেপি। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব অভিযোগ করেছেন, ক্ষমতা ধরে রাখতে মরিয়া আপ নেতৃত্ব পরিকল্পিতভাবে দিল্লিতে অবৈধভাবে বসবাস করে চলা বাংলাদেশি ও রোহিঙ্গাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
অন্যদিকে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, বিজেপির চক্রান্তে কয়েক হাজার প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। সেইসঙ্গে নয়াদিল্লি বিধানসভার প্রার্থী কেজরিওয়াল অভিযোগ করেন, তার আসনে ১৩ হাজার নতুন নাম ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। এর পরেই তিনি বলেন, স্পষ্টতই, তারা (বিজেপি) জাল ভোটার হিসাবে ইউপি এবং বিহার থেকে লোক নিয়ে আসছে। এরপরেই রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিহার ও উত্তরপ্রদেশ থেকে আগতদের (দিল্লিতে ‘পূর্বাঞ্চলী’ নামে পরিচিত) অপমান করেছেন বলে অভিযোগ তুলে সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়়ির সামনে শুক্রবার বিক্ষোভ দেখায় বিজেপির নেতা-কর্মীরা। বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়।
গত ৬ জানুয়ারি দিল্লির ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় ভোটার বেড়েছে ১.০৯ শতাংশ। তালিকা প্রকাশ হতেই পারস্পরিক দোষারোপে নেমে পড়েছে বিজেপি এবং শাসক আপ। ৭০ আসনের দিল্লি বিধানসভার প্রায় এক তৃতীয়াংশ আসনে পূর্বাঞ্চলী ভোটারদের উপস্থিতি নির্ণায়ক হয়ে ওঠে। ফলে ভোটের আগে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। দিল্লি বিধানসভার নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই হচ্ছে শাসক আপের। কংগ্রেস আলাদা একক ভাবে লড়াই করছে। ফলে প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিমুখী। কংগ্রেস বাদে ইন্ডিয়া জোটের সব শরিকরা আপকে সমর্থন জানিয়েছে।